নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইককে লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। কারও এটা নিয়ে রাজনীতি বা কৃতিত্ব দাবি করা উচিত নয়। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। তিনি আরও জানিয়েছেন, কোনওভাবেই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।


গডকরি বলেছেন, ‘পাকিস্তানে এয়ার স্ট্রাইকের সঙ্গে নির্বাচনকে যুক্ত করা উচিত নয়। এটিকে নির্বাচনের ইস্যু করা উচিত নয় এবং কারও কৃতিত্ব দাবি করাও ঠিক নয়। আমার অনুরোধ, এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।’

রাজনৈতিক মহলে জল্পনা চলছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর যদি সরকার গঠনের জন্য অন্য দলগুলির সমর্থন দরকার হয় বিজেপি-র, তাহলে গডকরিকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হতে পারে। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে গডকরি বলেছেন, ‘আমার সেরকম কোনও ইচ্ছা নেই, আরএসএস-এরও কোনও পরিকল্পনা নেই। সংবাদমাধ্যম আমার বক্তব্য অন্যভাবে উপস্থাপিত করেছে। আপনারা ইউটিউবে আমার কথা শুনতে পারেন। আমি কোনও পদের দৌড়ে নেই। আমি নিশ্চিত, আমরা ২০১৪ সালের থেকেও বেশি আসন পাব। মোদিজি ফের প্রধানমন্ত্রী হবেন।’