হাড়োয়ায় ঘরে ফেরা সিপিএম কর্মীর ওপর ‘হামলা’ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Apr 2016 06:06 AM (IST)
হাড়োয়া: ভোটের আগে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সিপিএমকর্মীকে কোপানোর অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর সম্প্রতি বাড়ি ফেরেন সিপিএমকর্মী নূর ইসলাম। গতকাল রাতে হাড়োয়ার খড়িবাড়ি-মহিষগদি এলাকায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। মুখে ও ঘাড়ে গুরুতর আঘাত নিয়ে ওই সিপিএমকর্মীকে প্রথমে বারাসত সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে, তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।