দক্ষিণ দিনাজপুর: তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি, বোমা ছোড়ার অভিযোগ। প্রতিবাদে দু'ঘণ্টা বালুরঘাট-মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ।উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে।
বুধবার সকালে হাপুনিয়া এলাকায় প্রচারে যান গঙ্গারামপুরের তৃণমূল প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। অভিযোগ, প্রচার মিছিলে লাঠি, বোমা, গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কয়েকজন দুষ্কৃতী। তৃণমূল প্রার্থীর পায়ে গুলি লাগে। আহত হন আরও ১১ জন তৃণমূলকর্মী। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি।
তৃণমূলের অভিযোগ, হামলা চালিয়েছে সিপিএম। প্রতিবাদে বালুরঘাটের তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের নেতৃত্বে অবরোধ করা হয় বালুরঘাট-মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক। প্রায় দু’ঘণ্টার অবরোধে তীব্র যানজটে নাকাল হল নিত্যযাত্রীরা।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাদের পাল্টা দাবি, শাসক দলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।
মাসখানেক আগে এই এলাকাতেই তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রর অনুগামীদের বিরুদ্ধে সত্যেন রায়ের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, ফের হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর ওপর।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তৃণমূল প্রার্থীর ওপর 'হামলা', পায়ে 'গুলি', অবরোধ, উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2016 01:03 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -