তুহিন অধিকারী, বাঁকুড়া: ভোটের পরেও অশান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বিজেপির অভিযোগ পাত্রসায়ের ব্লকের নারায়ণপুরে বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি পাত্রসায়র ব্লকের কাঁকরডাঙ্গা সংলগ্ন এলাকায় বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তমালকান্তি গুইয়ের বাড়িতে ইট বৃষ্টি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতার বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে বিজেপি নেতৃত্ব।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তমাল কান্তি গুইয়ের অভিযোগ, তাঁর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁরা আতঙ্কে রয়েছেন বলে ইতিমধ্যেই থানায় জানানো হয়েছে গোটা বিষয়টি। দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি করেছেন তাঁরা। তাঁর আরও অভিযোগ, 'ফোনে মেরে ফেলার হুমকি একের পর এক, আমাকে শুধু নয় বুথ সভাপতি এবং অন্যান্য কর্মীদের উপরেও প্রচুর অত্যাচার হয়েছে। রাতে ঘর ভাঙচুর হয়েছে, বিজেপি করার অপরাধে।'
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, 'বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষে জুড়ে নির্বাচন হয়েছে কোথাও সন্ত্রাস নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে।' বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূল কোনও আক্রমণ করেনি। জয়ের আনন্দে বিজেপির কর্মীরা নিজেরাই এই ধরনের কাজ করেছে বলে তাঁর দাবি। পাশাপাশি, তাঁর সন্দেহ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ধরনের কাজে তৃণমূল বিশ্বাসী নয়, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তাঁর দাবি।
বিষ্ণুপুর লোকসভা এবারও দখলে রেখেছে বিজেপি। এরপরও একের পর এক হামলার ঘটনায় আতঙ্কিত তাদের নেতা, কর্মীরা।
অন্যত্রও একই অভিযোগ:
ভোটের ফল ঘোষণার পরেই দুর্গাপুরে পুড়ল সিপিএম পোলিং এজেন্টের বোনের দোকান। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দুর্গাপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। সিপিএমের দাবি, মহিলার বাবা ও দাদা সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায় লাগাতার হুমকি চলছিল। মহিলা কোনও রাজনৈতিক দল না করার পরেও তাঁর সেলাইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম।যদিও শাসকদল দায় ঠেলেছে বিজেপির দিকে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জেতা আসন বদলের পিছনে কলকাঠি কার? হারের পরে মুখ খুললেন দিলীপ