দীপক ঘোষ, বর্ধমান-দুর্গাপুর: গত লোকসভা ভোটের সময় তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন বাংলায় লোকসভা নির্বাচনে সবচেয়ে ভাল ফল হয়েছিল। এবার তিনি রাজ্য সভাপতি নন- বাংলায় আগের লোকসভা ভোটের (Lok Sabha Election Result) নিরিখে ধাক্কা খেল বিজেপি (BJP)। এই লোকসভা নির্বাচনে আসন বদল হয়েছিল দিলীপ ঘোষের। মেদিনীপুরের বদলে বর্ধমান-দুর্গাপুর (Bardhaman Durgapur) আসনে এবার তাঁকে প্রার্থী করেছিল দল। সেখানেই কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন তিনি।  এবিপি আনন্দের মুখোমুখি হয়ে কী জানালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Exclusive)?    


'দাবাং' দিলীপ ঘোষ কেন ধাক্কা খেলেন?
দিলীপ বলছেন, 'পার্টি নতুন ছিল, আমি নতুন ছিলাম, লড়াই করেছি। তখন পরিবেশ তৈরি হয়েছিল। সারা ভারতে বিজেপির ফল খারাপ হয়েছে। নরেন্দ্র মোদি সামনে ছিলেন, তাঁর ফলও আগের মতো ভাল হয়নি। আমি লড়াই করেছি, পরিশ্রম করেছি। সফল হতে পারিনি। এটাই বলব।'


দিলীপ ঘোষের যে ভাবমূর্তি সেটা ধাক্কা খেল?
ভাবমূর্তি ধাক্কা খাওয়ার কথা মানতে চাননি। তবে রাজনীতিতে এমন হয় বলেই জানালেন তিনি। দিলীপ বললেন, 'রাজনীতিতে ওঠানামা হয়। এটা চলতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি কোথায় ছিল, নীচে চলে গিয়েছিল। আবার দাড়িয়েছেন, সরকার গঠন করেছেন। লোকসভায় হেরেছেন, আবার উঠেছেন। আপডাউন মেনে নিতে হবে। বিশ্লেষণ করতে হবে।'


জেতা গড় থেকে কঠিন কেন্দ্র- কেন?
এই প্রশ্ন গোড়া থেকেই উঠেছে। দিলীপ ঘোষ বললেন, 'এই প্রশ্ন তখন থেকেই আছে, এখনও আছে। আগামীদিনেও থাকবে। দেখা যাক উত্তর মেলে কি না।'


কেন্দ্র বদলে ভূমিকা ছিল কারও?
দিলীপ ঘোষ বললেন, 'ভূমিকা তো থাকেই পার্টির। কার ভূমিকা আমি জানি না। খোঁজ করারও কথা নয়। পার্টি বলেছে, আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী। আমায় পার্টি ইলেকশন লড়তে বলেছে, আমি লড়েছি,
জিতেছি- তখন অনেককিছু আমার হাতে ছিল। এখন খালি লড়াইটা আমার হাতে ছিল।'


আপনি রাজ্য সভাপতি হওয়ার সময় ১৮টি আসন, এখন ১২টি আসন? আলোচনা হওয়া উচিত?
দিলীপ ঘোষের মতে, 'সবকিছু আলোচনা হওয়া উচিত। আমি নেই বলে এমন হয়েছে এটা নাও হতে পারে। পরিবেশ-পরিস্থিতি অন্যরকম ছিল। তবে আলোচনা তো হওয়াই উচিত।' 


এখন ভবিষ্যৎ পরিকল্পনা কী?
পরপর ২ বার জয়ের পরে এবার হার। দিলীপ ঘোষ বললেন, 'সবে নির্বাচন শেষ হয়েছে। আমি পূর্ণসময়ের কর্মী। সভাপতি বানিয়েছে, সাধারণ সম্পাদক বানিয়েছে। কেন্দ্রের সহ সভাপতি বানিয়েছে। পার্টি ডিসিশন নেবে আমাকে নিয়ে, নয়তো আমি ডিসিশন নেব।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: দিনভর কড়া টক্করে বালুরঘাটে জয়ী বিজেপি! শেষ হাসি সুকান্তর