কলকাতা : 'জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।' যখন সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে, তখনই এই মন্তব্য করেছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বেশ কিছুদিনের আইনি প্রক্রিয়ার পর আইনত শেষও হয়ে গেছে তাঁদের সম্পর্ক। অথচ, একসময় সংসার করার পাশাপাশি রাজনীতিও করেছেন একসঙ্গে। দু'জনের রাজনৈতিক মতাদর্শ এখন পৃথক পথে বহমান। ভিন্ন দলের প্রতি সমর্থনের কারণে তাঁদের সম্পর্কের ফাটলও হয়েছে চওড়া। এবার সেই দ্বন্দ্ব এসে পড়ল রাজনীতর ময়দানে।


সম্প্রতি ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। আর এবার তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করাল সুজাতা মণ্ডলকে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 


গত বিধানসভা ভোটের আগে যখন দল ভাঙার খেলা চলছে, তখন সেই ভাঙনের আঁচ এসে লেগেছিল সৌমিত্র-সুজাতার সংসারে ! তৎকালীন স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের পতাকা হাতে নিতেই, লাইভ সাংবাদিক বৈঠকে চোখের জল মুছতে মুছতে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র। তা শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন সুজাতাও ! রাজনীতিক দম্পতির সম্পর্কে এই ফাটলের কারণ হিসেবে রাজনৈতিক টানাপোড়েনই মুখ্য হয়ে উঠেছিল। বাঁকুড়া আদালতে বিবাহ বিচ্ছেদের মামলায় হাজিরা দিতে গিয়ে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল দাবি করেছিলেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরেছে। বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ জবাব দিয়েছিলেন, 'জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।'


অথচ, ২০১৬ সালের ১ জুলাই ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিষ্ণুপুরের সৌমিত্র ও বড়জোড়ার সুজাতা। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায়, স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেছিলেন সুজাতা। ২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই নির্বাচনী বৈতরণী পেরোন সৌমিত্র। গত বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন সুজাতা। তারপর থেকেই দু'জনের সম্পর্কে ফাটল প্রকাশ্যে আসে। পরে তা ভেঙেও যায়।


আরও পড়ুন ; তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক, ডায়মন্ড হারবারে ঘাসফুলের মুখ কে ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে