কলকাতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্প অবলম্বনে আসছে নতুন ছবি 'ও অভাগী'। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। পারিবারিক এই গল্পের মিউজিক অ্যালবাম মুক্তি পেয়েছে সদ্যই। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)।


এই ছবিতে যে গানগুলি রয়েছে, সেগুলি হল, 'প্রেম যদি হয়', 'ও লজ্জাবতী', 'আমার মন মানে না', 'বাপের নয় সে সোহাগী'। গোটা সিনেমার অ্যালবামটাই মুক্তি পেয়েছে সদ্য। এদিন এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত সঙ্গীতশিল্পীরাই উপস্থিত ছিলেন। মিউজিক লঞ্চ ইভেন্টে অবশ্য ছিলেন না অভিনেতা-অভিনেত্রীরা।


বাংলাদেশ ও ভারতের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। অন্যান্য ভূমিকাতেও রয়েছেন নতুন-পুরনো মিলিয়ে একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীরা। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপির দায়িত্বে রয়েছেন, মলয় মণ্ডল। ছবির এডিটর সুজয় দত্ত রায়।



এই ছবিটি সম্পর্কে পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলছেন,  'ছোটবেলা থেকেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কোন লেখা পড়ে মনে হত, ঠিক যেন সিনেমা দেখছি। বড় হয়ে উপলদ্ধি করলাম, ওঁর লেখা নিয়েই দুর্দান্ত ছবি হতে পারে। মাত্র একটা লাইনেই অনেকগুলো দৃশ্য তুলে ধরা যায় ওঁর লেখা থেকে। ' ও অভাগী ' সিনেমাটি হল 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও মূল গল্পের প্রেক্ষাপট ছিল আরও প্রাচীন। কেন্দ্রীয় চরিত্র হিসাবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরী করাই ছিল আসল চ্যালেঞ্জ।'


 






আরও পড়ুন: Tollywood New Cinema: বড়পর্দায় আসছেন 'বীনাপাণি' অ্যানমেরি টম, থাকছেন রাজেশ-খরাজও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।