দক্ষিণ ২৪ পরগনা: ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বঙ্গ রাজনীতিতে আজ সুপার সানডে। একদিকে শাসকদলের জনগর্জন সভা, তার উপর প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। কে কোথায় প্রার্থী হবেন, তা নিয়ে একটা জোর জল্পনা চলছিল। বলাইবাহুল্য প্রতিবছরই তা হয়। টিকিট পাওয়ার পরেও নানা ছবি সামনে আসে। তবে এটা লোকসভা ভোট বলে কথা, তাই লড়াইটা অবশ্যই বড়। তবে তৃণমূলের এবারের লোকসভা ভোটের প্রার্থী তালিকায়  নানা চমক দেখা গিয়েছে। শক্ত হয়েছে অনেকেরই পায়ের তলার মাটি। তেমনই সরেছেও অনেকেরই।


বলার অপেক্ষা রাখে না, এবারের লোকসভা ভোটের আগে অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। চব্বিশের তৃণমূলের প্রার্থীতালিকায় যারা স্থান পেলেন না, তাঁদের মধ্যে রয়েছেন বসিরহাটের এমপি নুসরত। তালিকা থেকে বাদ পড়েছেন মিমিও। তবে ৪২টি কেন্দ্রের মধ্যে সবথেকে বড় প্রশ্নটা থেকেই যায়, ২০২৪ লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের মুখ হয়ে দাঁড়াচ্ছেন কে ? অবশেষে অপেক্ষা শেষ। ডায়মন্ড হারবার থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।এদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক হলেন ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য, সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি টিকিট পেলেন বিজেপি থেকে তৃণমূলে আসা ৪জন। বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী।


আরও পড়ুন, তৃণমূলের প্রার্থী তালিকায় নেই মিমি, নুসরত! টিকিট পেলেন না অর্জুন সিং-সহ একাধিক নেতা


৪২টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেলেন কারা ? দেখুন একনজরে


কোচবিহার: তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া 
আলিপুরদুয়ার: তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক
জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থী বিধায়ক নির্মলচন্দ্র রায় 
দার্জিলিং: তৃণমূল প্রার্থী গোপাল লামা
রায়গঞ্জ: তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী 
বালুরঘাট: তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র 
মালদা উত্তর: তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়
মালদা দক্ষিণ: তৃণমূল প্রার্থী শাহনাজ আলি রেহানা  
জঙ্গিপুর: তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
বহরমপুর: তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (কেকেআরের জয়ী দলের সদস্য)
মুর্শিদাবাদ: তৃণমূল প্রার্থী আবু তাহের খান
বনগাঁ: তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস
কৃষ্ণনগর: তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 
রানাঘাট: তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী
ব্যারাকপুর: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক
দমদম: তৃণমূল প্রার্থী সৌগত রায় 
বারাসাত: তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম 
জয়নগর: তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল
মথুরাপুর: তৃণমূল প্রার্থী বাপি হালদার  
ডায়মন্ড হারবার: তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর: তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ: তৃণমূল প্রার্থী মালা রায়
কলকাতা উত্তর: তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া: তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া: তৃণমূল প্রার্থী শাজদা আহমেদ
শ্রীরামপুর: তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি: তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় 
আরামবাগ: তৃণমূল প্রার্থী মিতালি বাগ 
তমলুক: তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য
কাঁথি: তৃণমূল প্রার্থী উত্তম বারিক
ঘাটাল: তৃণমূল প্রার্থী দেব 
ঝাড়গ্রাম: তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন
মেদিনীপুর: তৃণমূল প্রার্থী জুন মালিয়া
পুরুলিয়া: তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো
বাঁকুড়া: তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী 
বর্ধমান-দুর্গাপুর: তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
আসানসোল: তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
বোলপুর: তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূম: তৃণমূল প্রার্থী শতাব্দী রায় 
বিষ্ণুপুর: বিজেপির সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল  
বর্ধমান পূর্ব: তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার
মালদা উত্তর: তৃণমূল প্রার্থী সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়