উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ভোট প্রচারে সরগরম রাজ্য়। লোকসভার সঙ্গেই এবার বরানগর বিধানসভা আসনেও উপনির্বাচন হচ্ছে। তার জন্যও চলছে প্রচার। ভোট প্রচার ঘিরে যেখানে হুমকি-হুঁশিয়ারি-তরজার ছবি, সেখানেই বরানগরের প্রচারের দেখা গেল একেবারে অন্যরকম একটি ছবি। মুখোমুখি হলেন ২ যুযুধান প্রার্থী। তাঁদের মধ্যে দেখা গেল সৌজন্যের ছবি। 


আলমবাজারের জামে মসজিদে ইদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। একই সময়ে সেখানে উপস্থিত হন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। মুখোমুখি পড়ে যান ২ জনে। সেখানেই ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।


সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর জবাব, একসময় বরানগর থেকে জিতেছিলেন জ্যোতি বসু। এবার কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে ফের ভোট দেওয়ার পালা। বরানগরের বাসিন্দা হিসেবে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করে নিজেকে কার্যত ভূমিপুত্র বলে দাবি করেছেন সিপিএম প্রার্থী। ভোটের আগে শাসক-বিরোধী দুই প্রার্থীর মুখেই এদিন শোনা গেল এলাকার জল ও রাস্তার সমস্যার কথা। 


বরানগরে কার বিরুদ্ধে লড়ই? প্রশ্ন শুনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বরানগরের মানুষের উন্নয়নের পক্ষে লড়াই।' একই প্রশ্নে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে নয়। মানুষের ভাল থাকার পক্ষে লড়াই।'


তাহলে কী I.N.D.I.A জোট? প্রশ্নের উত্তরে তন্ময় ভট্টাচার্যের সাফ জবাব, 'ওই জোট লোকসভার। বিধানসভায় কোনও জোট নেই।' একই উত্তর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও। তাঁর জবাব, বরানগরে উন্নয়নের পক্ষেই এই লড়াই। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গতবারের থেকে বেশি ভোটে জেতাই তাঁর লক্ষ্য।


তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘুরে যাওয়ার পর, এবার বরানগরের  আলমবাজারে ভোটের প্রচারে সজল ঘোষ। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় ঘোষের সৌজন্য বিনিময়কে কটাক্ষ করেছেন বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এবার প্রার্থী দিয়েছে সিপিএম, দাবি সজল ঘোষের। বরানগরে উন্নয়ন হয়নি, তবে সেই দোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক তাপস রায়ের ঘাড়ে চাপাতে রাজি নন সজল। বিজেপি প্রার্থী এর জন্য নিশানা করেছেন শাসকদলকে। ভোটে জিতলে বরানগরের উন্নয়নের আশ্বাস দিয়েছেন সজল। 


যদিও গতকাল বরানগরে এমন সৌজন্য়ের ছবি দেখা যায়নি। সেখানে উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন সজল ঘোষ। সেখানে তাঁর সঙ্গে বাগযুদ্ধে জড়ান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শান্তনু মজুমদার। বরানগরে তৃণমূলই জিতবে বলে- সজল ঘোষের সামনে বারবার বলতে শোনা যায় শান্তনুকে। পাল্টা সজল ঘোষও উত্তর দেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: সাতসকালেই হাতে টাকা কাদের? মিলবে ভাল খবর? কেমন যাবে আজ?