কলকাতা: বজায় রইল ঐতিহ্য। এবারও বারাসাতের (Barasat Loksabha Election Result 2024) ব্যাটন তৃণমূলের হাতেই। বিপুল ভোটে জয়ী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯, ২০১৪, ২০১৯ -এর পর ২০২৪ সালেও জয়ের হাসি হাসলেন কাকলি (Kakali Ghosh Dastidar)।                             


ফিরে দেখা ভোটপর্ব: সপ্তম দফা ভোট শুরুর আগেই রক্ত ঝরে বারাসাত লোকসভার কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বারাসাত লোকসভার লেকটাউন-দক্ষিণদাঁড়ির নেহেরু কলোনি প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে উত্তেজনা ছড়ায়। সিপিএম মহিলা ভোটারদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ করে সিপিএম কর্মীরা। অশোকনগরে দিঘড়া হরদয়াল বিদ্যাপীঠে বুথ পরিদর্শনে গেলে বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে ‘মাদক পাচারকারী গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ১ জুন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোট ছিল। সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। ওই দিনই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ৩ জুন ফের ভোটগ্রহণ হয়। 


মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা রাখলেন বাংলা মানুষ। ফের সবুজ ঝড় বাংলাজুড়ে। ২০১৯ সালের  থেকেও শক্তি বাড়িয়ে ২০১৪ সালের আসন সংখ্যার কাছে তৃণমূল। হাবড়া, অশোকনগর, রাজারহাট-নিউটাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসত ও দেগঙ্গা - এই বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে। এবার প্রার্থীতালিকায় একাধিক চমক দিয়েছে তৃণমূল। সেখানে একাধিক নতুন মুখ দেখা যায়। তেমনই পুরনোদের উপর ভরসা রেখেছিল দল। যার মধ্যে অন্যতম কাকলি।  ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত টানা তিনটি লোকসভা নির্বাচনে বারাসতে জয়ী হয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। তাই এবারও জোড়াফুলের ভরসা ছিল কাকলি। এবছর এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ ছিলেন বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী করে স্বপন মজুমদারকে। ফের বারাসাত ভরসা রাখল কাকলির উপর।             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election Result 2024: উলটপুরাণ! শাহের বেঁধে দেওয়া টার্গেট ছুঁল তৃণমূল, অর্ধেকও পেরোল না বিজেপি