সমীরণ পাল, বারাসাত : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বারাসাতের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Barasat TMC Candidate Kakali Ghosh Dastidar)। মধ্যমগ্রাম দিঘবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে বারাসাত সাংগঠনিক কার্যালয়ে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।


উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় তৃণমূল প্রার্থীর গাড়ি। তিনি গাড়ির পেছনের সিটে ছিলেন। মাথায় গুরুতর চোট পান। দুর্ঘটনার পর তাঁকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামে দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসাক পর নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।


ভোট প্রচারে প্রচার গাড়ি-


ভোট প্রচারে প্রচার গাড়ি নামিয়েছেন বারাসাতের বিদায়ী সাংসদ ও তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিগত পাঁচ বছরে বারাসাতের জন্য় তিনি কী কী কাজ করেছেন, তা অডিও ভিজ্য়ুয়াল মাধ্য়মে তুলে ধরা হচ্ছে। দিনকয়েক আগেে বারাসাত লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরতে শুরু করে এই প্রচার গাড়ি। যা নিয়ে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বাংলায় দুর্নীতি হয়েছে। শিলান্য়াস হলেও উন্নয়ন হয়নি। তাই ভোটের আগে বাংলার মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে বলে আক্রমণ শানান বিজেপি প্রার্থী। যদিও কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য়, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের আগে মানুষের কাছে পৌঁছতেই এই উদ্য়োগ।


প্রসঙ্গ- বিজেপি প্রার্থী-


এদিকে প্রার্থী পদে নাম ঘোষণার পর থেকেই ঘরে-বাইরে চাপের মুখে পড়েন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। তাঁকেই এবার বারাসাত লোকসভা আসনে দাঁড় করানো হয়েছে। অন্যদিকে, নিজের পুরনো কেন্দ্র থেকেই লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ভোটের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই শুরুর আগেই একের পর এক ধাক্কা সামলাতে হচ্ছে বিজেপি প্রার্থীকে। এর আগে ২০১৭ সালে মাদক আইনে স্বপন মজুমদারের বিরুদ্ধে মামলা হয়। ট্রেন সফরের সময় তাঁর কাছে মাদক পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। এই নিয়ে একের পর এক পোস্ট করে বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূল। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।