Jeep Compass: জিপ কম্পাসের গাড়ি এখন সারা বিশ্বজুড়ে শুধুমাত্র ২.০ লিটার টার্বো পেট্রোল ভার্সনেই পাওয়া যায়, তবে অনেক আগে পেট্রোল ভার্সনও পাওয়া যেত। কিন্তু তারপর এই ভার্সনটি আর বাজারে পাওয়া যায় না। এবার কি সেই পুরনো ভার্সন (Jeep Compass) আবার ফিরছে ? ভারতের বাজারে কি পাওয়া যাবে এই টার্বো পেট্রোলের ভার্সনটি ?


ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার বাজারে এই জিপ কম্পাসের টার্বো পেট্রোল মডেল লঞ্চ হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। তাঁরা সেদেশের মানুষের (Jeep Compass) উপযোগী করে একটি ফ্ল্যাগশিপ পারফর্ম্যান্স পেট্রোল মডেল বাজারে এনেছে। এই মডেলটি অনেক বেশি শক্তিশালী টার্বো পেট্রোল ২.০ লিটার মডেল এবং এতে আছে ২.০ টার্বো ফ্লেক্স টি ৪০০ ইঞ্জিন। এই মডেলটি মূলত ব্রাজিলের বাজারের জন্য, সেখানে জিপ গাড়ির অনেক রকম পাওয়ারট্রেনের বিকল্প পাওয়া যায়।


এই ইঞ্জিন ২৭২ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করে এবং ৪০০ এনএম টর্ক দেয়, যার মানে একটা বড়সড় জিপ গাড়ির মতই এর ক্ষমতা রয়েছে। এই পাওয়ারট্রেন সম্পন্ন বড় জিপের সঙ্গে ক্ষমতায় এই টার্বো পেট্রোল ইঞ্জিনের (Jeep Compass) মডেলটির কোনও পার্থক্য নেই। ছোটখাটো কম্পাসের গাড়িতে এমন পারফর্ম্যান্স সত্যি চমকপ্রদ। অনেক বাঘা বাঘা পারফরম্যান্স গাড়িকেও টেক্কা দিতে পারে এই জিপ কম্পাস। স্টেলান্টিস গ্রুপের এই ব্র্যান্ডের অনেক গাড়িতেই এই একই পাওয়ারট্রেন পাওয়া যায়। এই ইঞ্জিনটি আলফা রোমিও মডেলেও মেলে, এমনকী জিপ র‍্যাংলার মডেলেও মেলে।


আশ্চর্যের বিষয়, এই ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন ইউএস স্পেক কম্পাসের মডেলেও থাকছে। এই ইঞ্জিনে রাখা হয়েছে একটা ৯ স্পিড অটোমেটিক এবং ৪*৪ স্ট্যান্ডার্ড। দক্ষিণ আমেরিকার বাজারের জন্য এখনকার ভার্সনের থেকেও উপরে স্থান পাবে এই নতুন ফ্ল্যাগশিপ ট্রিম।


অন্যদিকে ভারতের বাজারের জন্য এই ইঞ্জিন যেমন একদিকে বিপুল পারফরম্যান্স দিচ্ছে, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দামও বিপুল হারে ধার্য হয়েছে। ডিজেল ভার্সনের থেকেও এই টার্বো পেট্রোল ভার্সনের দাম বেশি বলেই জানা যাচ্ছে। জিপ যেহেতু এই কম্পাস পেট্রোল মডেল ফিরিয়ে আনছে, এটা হতে চলেছে ১.৩ লিটার টার্বো পেট্রোল। এতে একদিকে সাশ্রয় হবে এবং জ্বালানিও কম খরচ হবে। তবে ঠিক কবে এই জিপ কম্পাস পেট্রল ভার্সন বাজারে আসবে তা নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি সংস্থা।


আরও পড়ুন: Tesla India: 'মেক ইন ইন্ডিয়া' প্ল্যান কী হবে ? কত রেঞ্জে প্রথম ইভি আনবে টেসলা ?


Car loan Information:

Calculate Car Loan EMI