সমীরণ পাল , ব্যারাকপুর :  সকাল হতে না হতেই ব্যারাকপুরে (barrackpore Loksabha Election Result 2024) উত্তেজনা তুঙ্গে। এক দিক থেকে উঠছে জয় শ্রীরাম স্লোগান। অন্যদিক থেকে উঠছে জয় বাংলা স্লোগান। গণনাকেন্দ্রের সামনে বিরাট লাইন। সকাল - সকাল একপ্রস্থ ঝামেলা বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে নিরাপত্তারক্ষী ও দলবল নিয়ে ঢুকে পড়েন অর্জুন সিংহ। সঙ্গে সঙ্গে চলে আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। তিনিও এসে হুঙ্কার দেন, "যেখানে যেখানে ফোর্স নিয়ে ঢুকবে অর্জুন , আমিও সেখানে যাব "।  


বিজেপির অভিযোগ, কাউন্টিং এজেন্টদের সঙ্গে গণনাকেন্দ্রে বহিরাগত ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে বিজেপির এজেন্টদের সঙ্গে বহিরাগতদের ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, পায়ের তলায় মাটি নেই বুঝে মিথ্যে অভিযোগ করছে বিজেপি। 


ঘাটালও সরগরম


অন্যদিকে ঘাটালেও একই রকম ছবি। 'স্ট্রং রুমের ভিতর অস্থায়ী কর্মী কেন?' প্রশ্ন তোলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা শুরু হয়। মহকুমাশাসকের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান ঘাটালের বিজেপি প্রার্থী। সোমবারই ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা।                                      


 ভাঙড়ে অশান্তি                                                


মঙ্গলবার গণণা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত হন ৫ জন। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। বোমা তৈরির সময়ই বিস্ফোরণ হয় বলে অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত ৫ জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে দৃশ্যমান বোমা তৈরির সরঞ্জাম।  


রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে