Lok Sabha Election 2024: তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যুর পুনরায় তদন্ত হবে, আশ্বাস পার্থর; কী বললেন অর্জুন ?

TMC News: বাম আমলে ২০০০ সালের ১ এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীরা গুলি করে খুন করে তৃণমূল নেতা বিকাশ বসুকে।

Continues below advertisement

সমীরণ পাল, ব্যারাকপুর : বাম আমলে তৃণমূল নেতা বিকাশ বসুর মৃত্যুর (TMC Leader Bikash Basu Death) সঠিক তদন্ত হয়নি। এমনই বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক (Barrackpore TMC Candidate Partha Bhowmick)। বাম আমলে ২০০০ সালের ১ এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীরা গুলি করে খুন করে তৃণমূল নেতা বিকাশ বসুকে। সোমবার তাঁর প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্য দান করেন পার্থ ভৌমিক।

Continues below advertisement

পরে তিনি বলেন, 'বিকাশদা আমাদের সবার নেতা ছিলেন। এরকম একজন ভদ্র ও শিক্ষিত মানুষ, একজন শিক্ষক ছিলেন। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিলেন। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিকাশদাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল তাই বিকাশদার মৃত্যুর সঠিক তদন্ত হয়নি। সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছিল। তার পরেও দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, নিজেদের কিছু অসুবিধা থাকায় বিকাশদার মৃত্যুর তদন্ত চাইতে পারিনি। সেই সময় আমাদের হাত-পা বাঁধা ছিল। কিন্তু এখন আর হাত-পা বাঁধা নেই। ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন, তাহলে বিকাশ বসুর মৃত্যুর পুনরায় তদন্ত হবে।'

এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অর্জুন সিং বলেন, 'পার্থ ভৌমিকের মাথাটা খারাপ হয়ে গেছে । আইন ব্যবস্থাকে এমনভাবে গুলিয়ে দিচ্ছেন ! ওঁর মাথাটা সঠিকভাবে কাজ করছে না। উনি জানেনই না তারপরে কলকাতা হাইকোর্ট কি ডিসিশন দিয়েছিল। ওঁর কোনো আইডিয়াই নেই। ওঁর ক্ষমতা থাকলে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তদন্ত করে দেখিয়ে দিক। জ্যোতিপ্রিয় মল্লিক-আমি যখন মুখ খুলব, তখন অনেক কিছু খুলে দেব।'

২০১৯-এর লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে, যে অর্জুন সিং বিজেপিতে চলে গেছিলেন, বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন। মাঝে তৃণমূলে চলে গেলেও, আরেক লোকসভা ভোটের মুখে এবার ফের পদ্মেই ঘরওয়াপসি হয় ব্যারাকপুরের সাংসদের। সম্প্রতি গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন করা অর্জুনকেই এবার ব্যরাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

Continues below advertisement
Sponsored Links by Taboola