কলকাতা: ভোটের আগে রক্ত ঝড়ল রাজ্যে!
রাজনৈতিক হানাহানি কেড়ে নিল এক সিপিএম কর্মীর প্রাণ! ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়া।
রাজারহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাড়োয়ায় দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর সম্প্রতি বাড়ি ফেরেন সিপিএম কর্মী নুর ইসলাম। অভিযোগ, সোমবার রাতে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মৃত্যু হল ওই সিপিএম কর্মীর। মৃতের পরিবার তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে! এদিকে, এই মামলায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও, এখনও অধরা মৃল অভিযুক্ত! এদিকে, এর মাঝে এদিন সন্ত্রাসের টুকরো টুকরো ছবি ধরা পড়েছে শহরের বিভিন্ন প্রান্তে!
কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা অঞ্চলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সিপিএম প্রার্থীর অভিযোগ, তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী ভোটের আগে জেল থেকে বেরিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। এনিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও, তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মমতার নিজের কেন্দ্র কালীঘাটেও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জানা গিয়েছে, কালীঘাটে খোদ তৃণমূলনেত্রীর বাড়ি লাগোয়া এলাকায় কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সির সমর্থনে লাগানো পোস্টার, ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কালীঘাট থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, বেলেঘাটা কেন্দ্রে সিপিএম কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ স্থানীয় তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দুই নেতার নাম রাজু নস্কর ও রবি নস্কর। যদিও, তৃণমূল প্রার্থী পরেশ পালের পাল্টা দাবি, অভিযোগ সাজানো!
শুধুমাত্র কলকাতা নয়! ভোটের আগে অশান্তির খবর রাজ্যের অন্যান্য প্রান্তেও! কোথাও হুমকি, কোথাও তাণ্ডব! বিরোধীদের অভিযোগ, এই জোড়া অস্ত্রেই ভোটের আগে সন্ত্রাস ছড়াচ্ছে শাসকদল!
বর্ধমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নিরূপম সেনের আত্মীয়দের অভিযোগ, প্রচারে তাঁদের সঙ্গে যাওয়া সিপিএম কর্মীদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল! শুধু হুমকিই নয়! নিরুপম সেনের আত্মীয়দের অভিযোগ, তাঁদের লাগানো পোস্টার-ব্যানারও ছিঁড়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা! যদিও, তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় প্রচারের সময় সিপিএম সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আবার নদিয়ার চাকদার মদনপুরের বাসিন্দা সিপিএম কর্মী প্রণয় বসু। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করলে তাঁকে মারধর করে, তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ওই রাতে চাকদার অন্যত্রও বোমাবাজি এবং সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটি ঘটনাতেই চাকদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
চতুর্থ দফার ভোটের আগের দিন হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2016 02:19 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -