কলকাতা: পরিবর্তনের পরিবর্তন? নাকি প্রত্যাবর্তন? বাম-কংগ্রেস জোট না তৃণমূল,  শেষমেশ কে পাবে নবান্নের গেট-পাস, তা জানা যাবে আজ।
গণনার আগে অবশ্য সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী আলিমুদ্দিন। সিপিএমের দাবি, ক্ষমতায় ফেরা তো দূর অস্ত, শাসক দলের আসন তিন সংখ্যাতেই পৌঁছবে না! এদিন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, আগে বলছিল ২০০ ক্রস করে গেছি। এখন চুপচাপ। মানুষ সিদ্ধান্ত নিয়ে সাহস করে রায় দিয়েছে। ওরা ৩ সংখ্যা ক্রস করতে পারবে না। সবাই পাশে থাকলে উনি একা হয়ে যেতেন না।
ভোটের ফল জোটের অনুকূলে আসবে বলে মনে করছে কংগ্রেসও। তাদের দাবি, পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এবার অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। গতানুগতিক ফলের ব্যাখ্যার সঙ্গে মিলবে না। সার্বিক পরিবর্তন হচ্ছেই।
যদিও তৃণমূলের দাবি, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারাই ক্ষমতায় ফিরছে। দলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, পণ্ডিত বিমানাচার্য নাকি সূর্যসিদ্ধান্ত? ওরা তো ২৯৪-ই চাইতে পারত! কর্মীদের মনোবল ধরে রাখতে বেশি আসনের দাবি করছে। কমফর্টেবল মেজরিটি নিয়ে আমরাই ক্ষমতায় আসছি। বিজেপি অবশ্য ফলাফল নিয়ে আগাম কোনও মন্তব্য করতে চায়নি। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতি। ভবিষ্যতবানী করা মানে হারাকিরি হবে।
এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত, ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল। সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৬৩টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১২৬টি আসন। বিজেপি পেতে পারে একটি আসন। অন্যান্য চারটি। ভোট শতাংশের ভিত্তিতে কার কত আসন পেতে পারে, তারও ইঙ্গিত মিলেছে এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট। জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। গত লোকসভা ভোটে যে বিজেপি প্রায় সতেরো শতাংশ ভোট পেয়েছিল, তাদের এবার ভোটের হার কমে সাত শতাংশ হতে পারে। অন্যান্য পেতে পারে সাত শতাংশ ভোট।
এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, ২৫টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ৫ শতাংশেরও কম। অর্থাৎ‍, এই আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই ২৫টি আসনে তৃণমূল হেরে গেলে তাদের আসন সংখ্যা ১৬৩ থেকে কমে হতে পারে ১৩৮। আবার এই ২৫টি আসন জোট পেলে তাদের আসন সংখ্যা ১২৬ থেকে বেড়ে হতে পারে ১৫১। অর্থাৎ‍ তারা ছুতে পারে ম্যাজিক ফিগার।
এবিপি আনন্দ-নিয়েলসেনের পাশাপাশি সমীক্ষা করেছে আরও একাধিক টিভি চ্যানেল ও সমীক্ষক সংস্থা। সি ভোটার-এর বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৬৭টি আসন। জোট ১২০টি। ৪টি আসন পেতে পারে বিজেপি।অন্যান্য ৩। অন্যদিকে, শাসক দলের পক্ষে বিপুল জনাদেশের ইঙ্গিত উঠে এসেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুযায়ী, ২৩৩ থেকে ২৫৩টি আসন পেতে পারে তৃণমূল। জোট পেতে পারে ৩৮ থেকে ৫১টি আসন। ১ থেকে ৫টি আসন পেতে পারে বিজেপি। অন্যান্য পেতে পারে ২ থেকে ৫টি আসন।