বিরোধীদের পাল্টা কটাক্ষ, দিশেহারা হয়েই এ ধরণের কথা বলছেন মমতা। ষষ্ঠ দফার ভোটের আগে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে কাকদ্বীপের এসডিপিও, পঞ্চসায়র, জীবনতলা ও হারউড পয়েন্ট কোস্টাল থানার ওসি এবং এবং কসবা থানার এক সাব ইন্সপেক্টরকে।
এর আগেও পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলাশাসক থেকে শুরু করে একাধিক আইসি-ওসি-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়েও ক্ষোভ চেপে রাখতে পারেননি তৃণমূল নেত্রী। বলেন, নির্বাচনের নামে পাবলিক হ্যারাসমেন্ট।
এই অপসারিত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে শাসকের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। বুধবার সকাল ১১টার মধ্যে অপসারিতদের জায়গায় নতুন অফিসাররা দায়িত্বভার নেবেন।