বর্ধমান: দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘণ্টা আগে ফের কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। পক্ষপাতমূলক আচরণের অভিযোগে দুর্গাপুর থানার ওসি সুজিত মুখোপাধ্যায়কে সরিয়ে দিল কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন ওই থানারই সাব ইনস্পেক্টর অসীম মজুমদার। কিন্তু কী অভিযোগ রয়েছে সুজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে?
গত ৮ তারিখ বাইক ও টোটো নিয়ে এলাকায় মিছিল করেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। বাম-কংগ্রেসে অভিযোগ, এই মিছিলের পুলিশের কোনও অনুমতি ছিল না। এরপরই কমিশনে অভিযোগের প্রেক্ষিতে ওসির কাছে রিপোর্ট তলব করেন পর্যবেক্ষক। কমিশন সূত্রে খবর, ওসির রিপোর্ট সন্তোষজনক না হওয়াতেই তাঁকে সরিয়ে দেওয়া হল। বাম ও কংগ্রেসের অভিযোগ, ওসি সুজিত মুখোপাধ্যায় বিভিন্ন বিষয়ে তৃণমূলের পক্ষপাতিত্ব করতেন।
কয়েকদিন আগেই পক্ষপাতমূলক আচরণের অভিযোগে, ৪ পুলিশ সুপার, ১ জেলাশাসক, ১ মহকুমাশাসক, ২ মহকুমা পুলিশ আধিকারিক, ২৪ জন আইসি, ওসি এবং ২ নির্বাচনী অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। এমনকী ভারতী ঘোষকেও জঙ্গলমহলের ওএসডি পদ থেকে সরিয়ে দিয়েছে তারা। পুলিশ প্রশাসনের কর্তাদের অপসারণ নিয়ে কমিশনকে তোপ দাগতেও ছাড়েননি মমতা।
এসবের মধ্যেই ফের শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে অপসারিত আরও এক পুলিশ অফিসার। সোমবার দ্বিতীয় দফায় বর্ধমানের ৯টি আসনে ভোট। ভোটে সন্ত্রাস চালাতে এলাকায় বহিরাগত এনেছে তৃণমূল। এই অভিযোগে রবিবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে স্মারকলিপি পেশ করেছে বাম ও কংগ্রেস।