মেলবোর্ন: কেরিয়ারে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। বহু বোলারেরই রাতের ঘুম কেড়ে নিতেন তিনি। সেই গিলক্রিস্টই জানিয়েছেন, কেরিয়ারে কোন কোন বোলারকে খেলতে তাঁর সমস্যা হত। প্রাক্তন অসি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জানিয়েছেন, শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এবং ভারতের হরভজন সিংহকে খেলতেই তাঁর সবচেয়ে বেশি সমস্যা হত।
কোন কোন বোলারকে তিনি আদৌ খেলতে চান না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৪৪ বছরের গিলক্রিস্ট মুরলীধরন ও ভাজ্জির নাম করেছেন। তিনি বলেছন, মুরলীর আঙুলের নড়াচড়া দেখে বলটা কী হবে, তা আন্দাজ করতে পারতেন না। ওকে খেলতে গেলেই তাঁর মনে হত যে, তিনি যেন ১০ বছরের শিশু।
টেস্টে তাঁর খেলা ইনিংসগুলির উল্লেখ করে গিলক্রিস্ট জানিয়েছেন, একবার তো ঠিকই করে গিয়েছিলাম যে, মুরলীকে সুইপ মারব। কিন্তু মুরলীর দ্বিতীয় বলেই তিনি আউট হয়ে যান।
ছটি টেস্ট ম্যাচে গিলক্রিস্ট মুরলীর শিকার হয়েছেন চারবার। আর হরভজন তাঁকে আউট করেছেন সাতবার।