এতদিন দলীয় প্রার্থীদের জন্য প্রচার করেছেন। রবিবার শুরু করলেন নিজের জন্য। নিজের কেন্দ্রে প্রথম পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী ও সমর্থকদের ভিড়ে ভাসল ভবানীপুর। হাঁটতে হাঁটতেই মমতা বলেন, ২৯৪ কেন্দ্রে প্রচারে যেতে হচ্ছে, সে জন্য এতদিন সময় দিতে পারিনি, আপনাদের বাড়ি বাড়ি যেতে পারছি না। মানুষ যেন ক্ষমা করেন। মানুষের আশীর্বাদ প্রার্থনা করি।
এদিন বিকেলে মদন পাল লেন থেকে তৃণমূলনেত্রীর পদযাত্রা শুরু হয়। জোড়া ফুল প্রতীক সম্বলিত ছাতা, অ্যাপ্রন থেকে মমতার মুখোশ-- তৃণমূলের মিছিল ছিল বৈচিত্র্যপূর্ণ। দলনেত্রীর সঙ্গে মিছিলে হাঁটেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা।
শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, হরিশ মুখার্জী স্ট্রিট, কালীঘাট রোড, চেতলা হয়ে তৃণমূলের পদযাত্রা শেষ হয় গোপালনগর মোড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ।
জনপ্লাবনে ভেসে এদিন ফের নারদ স্টিং অপারেশন ইস্যুতে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দেন তৃণমূলনেত্রী। বলেন, উন্নয়নের সঙ্গে পেড়ে উঠতে না পেরে, অপপ্রচারে নেমেছে বিরোধীরা।
দক্ষিণ কলকাতায় এদিন প্রচারে ঝড় তোলে বাম-কংগ্রেস জোটও। কসবার সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করেন বিমান বসু। ছিলেন কংগ্রেস নেতা ঋজু ঘোষাল, অভিনেতা বাদশা মৈত্র-সহ আরও অনেকে। এরপর বামফ্রন্ট চেয়ারম্যানের গন্তব্য ছিল বেহালা। বেহালা পূর্বের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র এবং বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচার করেন তিনি।