নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং সিকিম (Sikkim)। রবিবার শুরু হয়েছে দুই রাজ্যের বিধানসভা ভোটের (Assembly Election) নির্বাচনের গণনা।
এখনও গণনা চলছে, তবে অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটে ইতিমধ্যেই উঠেছে গেরুয়া ঝড়। ৬০ আসনের বিধানসভায় ৪২টিতে জয়ী বিজেপি। ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবির। এনপিপি এগিয়ে ৮ আসনে, কংগ্রেস এগিয়ে ১ আসনে। রাজনৈতিক মহলের মতে, এখনও যা ট্রেন্ড সেই হিসেবে অরুণাচল প্রদেশে চালকের আসনে বসতে চলেছে পদ্ম শিবিরই।
২০১৯-এ অরুণাচলে বিজেপি এককভাবে জয়ী হয়েছিল ৪১টি আসনে। এছাড়াও জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি আসন জিতেছিল। জয়ী হয়েছিলেন দু'জন নির্দল প্রার্থীও।
এদিকে, অরুণাচল প্রদেশে বিজেপির জয়ের উল্লাস। ইটানগরে বাজি পুড়িয়ে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা।
আরও পড়ুন, ভোট মিটতেই সন্দেশখালিতে ফিরল ১১৪ ধারা, কতদিন পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ?
অন্যদিকে, ৩২ আসনের সিকিমে শাসক দল এসকেএম এগিয়ে ১৯টি আসনে। একটি আসনে এগিয়ে রয়েছে এসডিএফ। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল সিকিম ক্রান্তিকারী মোর্চা বা এসকেএম। সিকিমে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী প্রেম সিং তামাং জয়ী হয়েছেন রেনক কেন্দ্রে। সিকিমে জয়োল্লাস শুরু করে দিয়েছেন এসকেএম কর্মী সমর্থকরা। পার্টি অফিসের বাইরে বাজি পুড়িয়ে বিজয়োল্লাস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে