বীরভূম: অনুব্রতর গড়ে ভোট প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তবে সশরীরে উপস্থিত হয়ে নয়। বীরভূমের দুবরাজপুরের দলীয় সভায় অডিও বার্তা দিলেন মমতা। কর্মসংস্থান থেকে ভাতা, বকেয়া-ক্ষোভ থেকে দলের অন্তর্দ্বন্দ্ব- সবই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তারই সঙ্গে বিজেপি সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন মমতা। 


মমতা বলেছেন, 'দেউচা পাঁচামিতে ১ লক্ষ মানুষের কাজ হবে। দেউচা পাঁচামি হলে আর বিদ্যুতের কোনও সমস্যা হবে না।' বীরভূমের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতিও হয়েছে বলে জানিয়েছেন তিনি।


বকেয়া নিয়েও আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া অর্থ আটকে রাখার অভিযোগ করেছেন তিনি। তাঁর আশ্বাস, 'পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া বিধবা ভাতা আমরা রাজ্য সরকারের তরফে দেব। ১লক্ষ ১৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে এখনও বকেয়া।'


হিংসা নিয়ে সরব:
পঞ্চায়েত ভোট আবহে হিংসা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর তোপ, 'পুলিশের লাঠি কেড়ে নিতে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ৬ কর্মী মারা গিয়েছেন।' পঞ্চায়েত স্তরে কেউ অন্যায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। ফের এদিন একই বার্তা দেন তিনি। পঞ্চায়েতে কেউ ভুল কাজ করলে সরাসরি তাঁকেই জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর আশ্বাস, 'আমরা জানতে পারলেই ব্যবস্থা নেব।'


নিশানায় বিরোধীরা:
বিরোধীদেরও একহাত নিয়েছেন মমতা। বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে এক ব্র্যাকেটে রেখে তিনি বলেন, 'বিজেপির ফান্ড নিয়ে বাম-রাম-শ্যাম একসঙ্গে হয়েছে। সিপিএম, কংগ্রেস দিল্লিতে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার কথা বলছে। তারপর রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে।'


অন্তর্দ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা:
অভিষেকের নবজোয়ার যাত্রার সময়েই একাধিকবার বিভিন্ন জেলায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি। পঞ্চায়েত নির্বাচনের আবহেও বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে।  প্রার্থী তালিকা নিয়ে দ্বন্দ্বের ঘটনায় আব্দুল করিম চৌধুরী থেকে হুমায়ুন কবীরের মতো বিধায়ক প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। তোপ দেগেছেন মনোরঞ্জন ব্যাপারী। বুথস্তরেও বারবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে টানাপড়েন মারপিটেও গড়িয়েছে। এই আবহেই কড়া বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, 'যুদ্ধের সময় কোনও দ্বন্দ্ব নয়। বিভেদ দেখলে কড়া পদক্ষেপ নেব। দলের মধ্যে বিভেদ আমি বরদাস্ত করব না।'


আরও পড়ুন: মঙ্গলে মিলল ডোনাটের মতো আজব দেখতে পাথর! কারা রেখে গেল, ধরা পড়ল ক্যামেরায়?