সিমলা: পুরনো দল ছেড়ে এসে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিয়েছিলেন হিমাচল প্রদেশের ৬ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক (Congress rebel MLAs)। মঙ্গলবার তারই যেন পুরস্কার পেলেন তাঁরা। চারটি লোকসভা আসনে নির্বাচনের সঙ্গে আগামী পয়লা জুন হিমাচল প্রদেশে হতে চলা বিধানসভা আসনগুলির উপনির্বাচনে (Himachal By-poll) লড়াই করার জন্য ওই ৬ জনকেই বেছে নিল বিজেপি (BJP)। কংগ্রেস ছেড়ে আসা সুধীর শর্মাকে ধর্মশালা থেকে, সুজানপুর থেকে রাজিন্দার রানাকে, লাহুল-স্পিতি বিধানসভা কেন্দ্রে রবি ঠাকুরকে, ইন্দর দত লখনপালকে বারসার থেকে, গাগরেট থেকে চৈতন্য শর্মাকে ও দেবেন্দ্র ভুট্টোকে কুটলেহর থেকে দাঁড় করানো হচ্ছে। মঙ্গলবার হিমাচল প্রদেশ বিজেপির তরফে রাজ্য়ের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে তাঁদের প্রার্থী করার কথা জানানো হয়।
আরও পড়ুন: Mumbai Beats Beijing: বেজিং-কে টপকে এশিয়ায় কোটিপতিদের রাজধানী মুম্বই
সম্প্রতি হয়ে যাওয়া রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha polls) তিনজন নির্দল বিধায়কের পাশাপাশি হিমাচল প্রদেশে বিজেপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছিলেন ৬ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক। পাশাপাশি রাজ্য বাজেটের সময়ও দলের হুইপ অমান্য করে বিপক্ষে ভোট দিতে দেখা যায় তাঁদের। এরপরই ওই বিধায়কদের বিধায়ক পদ খারিজ (disqualification) করে দেয় কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার। তার ফলেই ফের উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয় ওই ছটি বিধানসভা আসনে। বিজেপির তরফে কংগ্রেস ছেড়ে আসা ওই বিদ্রোহী বিধায়কদেরই টিকিট দেওয়া হল পুরনো দল ছাড়ার পুরস্কার হিসেবে। গত সপ্তাহে হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও রাজ্যের বিজেপি সভাপতি রাজীব বিন্দালের উপস্থিতিতে তিনজন নির্দল বিধায়কের সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন ওই ৬ জন কংগ্রেস বিধায়ক।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনজন নির্দল বিধায়ক যথা দেহরা-র হোশিয়ার সিং, নালাগড়ের কেএল ঠাকুর ও হামিরপুরের আশিস শর্মা পদত্যাগ করছিলেন। এর ফলে ওই তিনটি বিধানসভা আসনেও উপনির্বাচন হবে। যদিও শুধুমাত্র কংগ্রেস বিধায়কদের পদত্যাগ করা আসনগুলিতেই এখনও পর্যন্ত উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন দেখার ওই ৬ জন বিধায়ক জয়ী হয়ে সুখবিন্দার সিং সুখু-র সরকারকে কোনও ব্যথা দিতে পারে কি না !
আরও পড়ুন: Amul in the US: গুজরাত থেকে Amul এবার আমেরিকার বাজারে, আগামী সপ্তাহ থেকেই বিক্রি