দুবরাজপুর (বীরভূম) : ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে শুরু হওয়া হিংসা এখনও অব্যাহত। আজ রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। ভোটের দিন কী হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তা নিয়ে কার্যত 'থরহরি কম্প' অবস্থা গ্রামবাংলার একাংশ সাধারণ মানুষের। সব জায়গায় না হলেও, অন্তত বহু জায়গাতেই আতঙ্কের এই পরিবেশ রয়েছে। এই আবহে ভোটের আগের দিন ২০০টি বোমা উদ্ধার করল বীরভূমের (Birbhum) দুবরাজপুর থানার পুলিশ (Dubrajpur PS)। দুবরাজপুরের ধ-গ্রাম এলাকার মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। খবর দেওয়া হয়েছে সিআইডি (CID) বম্ব ডিসপোজাল টিমকে (Bomb Disposal Team)।


দিনকয়েক আগে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার (CM Virtual Meet) আগে, বীরভূমের দুবরাজপুরে ক্লাস চলাকালীন প্রাইমারি স্কুলের ছাদ থেকে উদ্ধার হয় ৫টি বোমা। আতঙ্কিত হয়ে পড়ে আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। স্কুল চত্বর ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। এর আগে সকালে যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রামে তৃণমূল সমর্থক শেখ জানে আলমের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্লাস্টিকের ড্রাম (Plastic Drum) বোঝাই বোমা উদ্ধার করে পুলিশ। ড্রামে ১৪-১৫টি বোমা ছিল বলে পুলিশ জানায়। সপরিবারে পলাতক তৃণমূল সমর্থক।


আগামীকাল গ্রাম বাংলায় গণতন্ত্রের উৎসব! জেলায় জেলায় ভারী বুটের শব্দ। কিন্তু এসবের মধ্যেও হিংসা পিছু ছাড়ছে না। কোথাও বোমাবাজির অভিযোগ উঠছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। কোথাও আবার তৃণমূল প্রার্থীর বাড়িতেই বোমাবাজির অভিযোগ উঠছে সিপিএমের বিরুদ্ধে।


বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর (TMC Candidate) বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বোমা বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে টিনের গেটের একাংশ! ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন আপেল হক। তাঁর দাবি, বুধবার রাতে প্রচার সেরে ফেরার সময়, সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়। অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষ্কৃতীরা। পাল্টা সিপিএম প্রার্থীর দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন। ঘটনায় দুই পক্ষই মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 


আরও পড়ুন ; নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দু অধিকারীকে, জানিয়ে দিল আদালত