ভাস্কর মুখোপাধ্যায়, খয়রাশোল: 'লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মত ব্যাপার', মনোনয়নপত্র বাতিল (Nomination Rejection) নিয়ে দেবাশিস ধরকে (Debasish Dhar) এভাবেই কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Birbhum TMC Candidate Satabdi Roy)। এপ্রসঙ্গে তিনি বলেন, "পাত্র এসে বসার আগে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মত ব্যাপার।" শনিবার খয়রাশোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই দেবাশিস ধরকে কটাক্ষ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের অভিনেত্রী প্রার্থী৷ 


বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ৩ বারের জয়ী সাংসদ শতাব্দী রায়। চতুর্থবার অনুব্রতহীন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের প্রার্থী হয়েছেন তিনি৷ তাঁর বিপরীতে বিজেপি রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছিল। ২ এপ্রিল থেকে জোর কদমে গ্রামে গ্রামে ও শহরে প্রচার শুরু করেছিলেন তিনি। গত ২৩ এপ্রিল সিউড়িতে জেলাশাসকের দফতরে বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন দেবাশিসবাবু৷ ২৬  এপ্রিল স্কুটিনির দিন দেখা গেল নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বাতিল করে দিয়েছে। 


কারণ,পুলিশের চাকরি থেকে ইস্তফা দিলেও নো ডিউসের ক্লিয়ারেন্স তিনি রাজ্য সরকারের কাছ থেকে পাননি৷ যদিও, মনোনয়ন বাতিলের আশঙ্কা থেকেই ২৫ এপ্রিল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিজেপি দেবতনু ভট্টাচার্যকে মনোনয়ন জমা দেওয়ায়৷ টানা প্রচার,দেওয়াল লিখন, ব্যানার ও পোস্টারের পর দেবাশিস বাবুর মনোনয়ন বাতিল নিয়ে উচ্ছ্বাসিত তৃণমূল শিবির৷ অন্যদিকে, স্বাভাবিকভাবেই মনোবল ভেঙে গিয়েছে বিজেপির জেলা নেতা-কর্মীদের। 


এই প্রসঙ্গে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, "এমন সবাই হুল্লোড় করছিল। কী করে ফেলত? আমারও দেখার ইচ্ছে ছিল। তবে আমার খারাপ লেগেছে একদম নমিনেশন পর্যন্ত পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেই রকম খারাপ লাগা আছে৷"


আরও পড়ুন: Loksabha Election 2024 Opinion Poll : '৪ জুন ৪০০ পার' হবে বিজেপির? বঙ্গে গেরুয়া ঝড় নাকি সবুজ বিপ্লব? ২৪ এর ভোটের সম্ভাব্য স্কোরকার্ড একনজরে


এরপরই কার্যত কটাক্ষ করে অভিনেত্রী বলেন, "এই রকম আগে কারও ক্ষেত্রে হয়েছে কিনা আমার জানা নেই৷ লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো৷ বিয়ের পিঁড়িতে পাত্র এসে বসার আগেই পাত্রীর বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার মতো বিষয়। সেই রকম হয়ে গেছে ব্যাপারটা।"


প্রসঙ্গত, মনোনয়নপত্র বাতিল হওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর। সোমবার এই মামলার শুনানি। সেই দিনই এই কেন্দ্রে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।