পূর্ণেন্দু সিংহ, ওন্দা: বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central force) আর বুথের বাইরে থাকবে বিজেপির (BJP) বাহিনী, এই মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন ওন্দার বিজেপির বিধায়ক অমর নাথ শাখা( Onda BJP MLA)। ভোটে সন্ত্রাস করতেই বিজেপির এই পরিকল্পনা বলে পালটা দাবি তৃণমূলের (TMC)।


বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির দলের লোকেরা। দলীয় নেতা কর্মীদের এমন বার্তাই দিলেন বিজেপি বিধায়ক। এদিকে বিজেপি বিধায়কের এই বার্তা প্রমাণ করছে ভোটে তারা সন্ত্রাস করতে চলেছে। এই অভিযোগই তোলা হয়েছে তৃণমূলের তরফে। 


আরও পড়ুন: Dilip Attacks Mamata: মর্নিং ওয়াকে বেরিয়ে মমতাকে তীব্র আক্রমণ, নৌশাদকে কটাক্ষ করে কী বললেন দিলীপ ঘোষ?


রীতিমতো হুঁশিয়ারির সুরে একথা বলে ফের বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমর নাথ শাখা। এর আগে বহুবার বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের কুরুচিকর কথা বলে বারে বারে শিরোনামে এসেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা।  বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর লোকসভার ওন্দা বিধানসভার দুবড়াকোণে দলীয় প্রার্থীর সমর্থনে পথ সভায় বিজেপির বিধায়ক দলীয় কর্মীদের উদ্দেশ্যে অমর নাথ শাখা বলেন, "ভোটের সময় বুথের পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বুথের বাইরে থাকবে বিজেপির বাহিনী।৷ বিজেপির এই বাহিনী তৃণমূলের ভোট লুট ও ভোট সন্ত্রাস আটকাবে বলে দাবি করেন বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। বিজেপির বিধায়কের এই মন্তব্য আসলে ভোট সন্ত্রাসের বার্তা বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল (ishnupur TMC Candidate Sujata Mondal)।


আগেও একাধিকবার নানা ভাষায় হুমকি দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। ২০২৩ সালে দুর্গাপুোজর পর দলের বিজায় সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি স্থানীয় বিডিও-র নাক ভেঙে দেওয়ার হুঁশিয়ার দেন তিনি।


২০২৩ সালের ডিসেম্বরে বাঁকুড়ার ওন্দা সবজি বাজারে বিজয়া সম্মিলনী ছিল বিজেপি। ওই সম্মেলন মঞ্চে বক্তব্য রাখেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। এলাকার পরিস্থিতি নিয়ে বলতে উঠে বিভিন্ন ধরনের বীজ বন্টন নিয়ে বেনিয়মের অভিযোগ তোলেন তিনি। তার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেন। সেই কথা বলতে গিয়েই বিজেপি বিধায়ক বলেন, ”ওই দিন আমরা বিডিও অফিসের কাঁচ না ভাঙতে পারি বিডিও-র নাক তো ভাঙতে পারি।”


আরও পড়ুন: West Bengal News : ১৩৭ কোটি টাকার ব্যবসা মিথ্যে কথা ! 'দালালের' ঘাড়ে দোষ চাপাল শাহজাহান, কে সে ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।