RBI MPC April 2024: ১ বছরেরও বেশি সময় ধরে সুদের হারে কোনও বদল নেই দেশে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটে কোনও হেরফের করেনি। বিগত বছরের ফেব্রুয়ারি মাস থেকে একই রয়েছে রেপো রেট। মূলত এই সুদের হারেই রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ঋণ দিয়ে থাকে। আর এই রেপো রেট এবারেও বদলাল না। এপ্রিল ২০২৪-এর মুদ্রানীতি বৈঠকের শেষ দিনে আজ (RBI MPC Meeting) ৫ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, রেপো রেট (RBI MPC April 2024) আগের মতই থাকছে ৬.৫ শতাংশ। এবারেও বদল নেই। ফলে ইএমআইতে কোনও প্রভাব পড়বে না, ব্যাঙ্কে ঋণের সুদেও কোনও বদল হবে না। দীর্ঘ সময় ধরে মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের কোনও সুরাহা হল না এবারেও।


২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম বৈঠক এটি


নতুন অর্থবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই প্রথম মুদ্রানীতির বৈঠক আয়োজন করল। প্রতি দুই মাস অন্তর এই মুদ্রানীতির বৈঠক আয়োজন করে আরবিআই। আর এই অর্থবর্ষের প্রথম বৈঠক শুরু হয়েছিল ৩ এপ্রিল। আজই শেষ হল বৈঠক। আর বৈঠক শেষে সকাল ১০টায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানালেন এবারেও রেপো রেটে (Repo Rate) কোনও বদল নেই।


দীর্ঘ সময় ধরে একই থেকেছে রেপো রেট


গত অর্থবর্ষে কোনও বদল হয়নি রেপো রেটে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শুধু হেরফের দেখা গিয়েছিল এই রেপো রেটে। সেই সময় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI MPC Meeting) রেপো রেট বাড়িয়েছিল ৬.৫০ শতাংশ পর্যন্ত। আর তখন থেকেই এই একই হারে স্থির থেকেছে রেপো রেট। ১৪ মাস ধরে সুদের হারেও কোনও বদল নেই। পরপর ৬টি বৈঠকে রেপো রেট একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।  


জিডিপি বৃদ্ধির হাল-হকিকত


ডিসেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার বেড়ে গিয়েছে ৮ শতাংশেরও বেশি। কিছুদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশা প্রকাশ করেছেন যে দেশে জিডিপি বৃদ্ধির হার ২০২৪-২৫ অর্থবর্ষ জুড়ে ৮ শতাংশের উপরেই থাকবে। ভারতের অর্থনীতির বিকাশ বেশ ভাল গতিতে এগোচ্ছে বলেই এ থেকে ধারণা করা যায়।


ইউএস ফেডারেল রিজার্ভ কি সুদের হার কমাবে


ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছে যে এই বছর তিনগুণ সুদের হার কমাবে তাঁরা। কিন্তু এও স্পষ্ট জানিয়েছে যে এখনই সুদের হারে কোনও বদল হচ্ছে না। মার্কিন অর্থনীতি স্থিতিশীল হবার পরেই সুদের হারে বদল আনা হবে।


আরও পড়ুন: Petrol Price: রাজ্যের বেশ কিছু জেলায় দাম কমেছে পেট্রোলের, শহরে আজ কত দর ?