ভুবনেশ্বর: ওড়িশায় বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা পঞ্চমবার সরকার গড়ার পথে বিজু জনতা দল (বিজেডি)। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৬টি বিধানসভা আসনের মধ্যে ১১২টিতে এগিয়ে বিজেডি প্রার্থীরা। দু’টি কেন্দ্রে লড়াই করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বিজেপুর ও হিঞ্জিলি আসনে এগিয়ে। ২১টি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থীরা। কংগ্রেস এগিয়ে ১১টি কেন্দ্রে।


ওড়িশায় ফের জয়ের জন্য ট্যুইট করে নবীনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘ওড়িশায় আরও একবার জেতার জন্য নবীনবাবুকে অভিনন্দন। পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা জানাই।’



ওড়িশায় বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে না পারলেও, লোকসভা নির্বাচনে বিজেডি-র সঙ্গে জোর টক্কর দিল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি আসনে এগিয়ে বিজেডি প্রার্থীরা। ৯টি আসনে এগিয়ে বিজেপি প্রার্থীরা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ওড়িশায় মাত্র একটি আসনে জিতেছিল বিজেপি। এবার আসন সংখ্যা বাড়ছে। পুরীতে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর সঙ্গে বিজেডি প্রার্থী পিনাকী মিশ্রর হাড্ডাহাড্ডি লড়াই চলছে।