কলকাতা: মোদির ব্রিগেডে মঞ্চ থেকে দাঁড়িয়ে সোনার বাংলা গড়ার ডাক দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নাম না করে এদিন কটাক্ষ করে লকেট বলেন, “বাংলার মেয়ে বিজ্ঞাপনের জন্য এত টাকা কোথা থেকে আসে? বিজ্ঞাপনে ১৫ কোটি, দিদির পায়ে হাওয়াই চটি। সিন্ডিকেট-কাটমানির টাকা গিয়েছে এক জায়গাতেই।“


এদিন লকেট বলেন, ব্রিগেডে মানুষের সুনামি আসছে। আগের ব্রিগেডে দিদিমণির সহযোগিতায় লোক এসেছিল। ৩৪ বছরে কিছু করতে পারেনি বাম-কংগ্রেস। মহিলাদের সম্মান করতে জানেন না মুখ্যমন্ত্রী। সিন্ডিকেট-কাটমানির টাকা গিয়েছে এক জায়গাতেই। কয়লা পাচার, সিন্ডিকেটের টাকা গিয়েছে আপনার অ্যাকাউন্টে। ব্রিগেডের সমাবেশ থেকে আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের। লকেট বলেন, ২০২১-এ সোনার বাংলা, আমরা লড়ব, জিতব।  এদিন ব্রিগেডে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন অর্জুন সিংহ, সায়ন্তন বসু, শমীক ভট্টাচার্যরা। 


আরও পডুন: BJP Brigade Rally LIVE: ‘বিজ্ঞাপনে ১৫ কোটি, দিদির পায়ে হাওয়াই চটি’, কটাক্ষ লকেটের


দুপুর ২টো নাগাদ নরেন্দ্র মোদি পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন তিনি। মোদির ব্রিগেডে তারকা সমাবেশ। রয়েছেন শ্রাবন্তী-হিরণ-রিমঝিম-যশ-পায়েল-অঞ্জনা-রুদ্রনীলরা। মূল মঞ্চে আছেন মিঠুন, বাবুল, দিলীপ, মুকুল, কৈলাস, দেবশ্রী চৌধুরী, রাহুল সিনহারা। ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। 


উল্লেখ্য, সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। সাগর থেকে লঞ্চে চড়ে আসছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সকাল থেকে ট্রেনে চড়ে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, নদিয়ার বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় নামছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সকালে শান্তিপুর লোকালে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কেউ সেজেছেন হনুমান, কেউ আবার গোপাল ভাঁড়। অন্যদিকে এবার ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকদের মুখে খেলা হবে স্লোগান। এই স্লোগান দিতে দিতেই কাটোয়া স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে খড়গপুর স্টেশন থেকে ট্রেনে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন খড়গপুর শহরের বিজেপি কর্মী-সমর্থকরা।