BJP Brigade Rally LIVE: বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে, মমতাকে নিশানা মোদির

BJP Brigade Rally PM Modi Speech LIVE Updates:পরিববর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তারপরও কোনও বদল হয়নি বঙ্গবাসীর জীবনে। এবার হবে আসল পরিবর্তন। ব্রিগেড থেকে তৃণমূলের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Mar 2021 06:53 AM

প্রেক্ষাপট

কলকাতা: প্রথম দুদফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে আজ ব্রিগেড থেকে বাংলা দখলের যুদ্ধে ঝাঁপাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির উপস্থিতিতে দশ লাখ মানুষের জমায়েত করে রাজ্যে তাদের ক্ষমতা দেখাতে...More

PM Modi Speech LIVE: 'এবার জোরসে ছাপ, টিএমসি সাফ'

মমতাকে কটাক্ষ করে মোদি বলেছেন, রাগের মাথায় আমায় কখনও রাবণ, দানব, দৈত্য, গুণ্ডা বলছেন। দিদি এত রাগ কেন? ‘কথায় কথায় গালাগাল, এত রাগ কেন দিদি?’ আজ বাংলায় পদ্ম ফুটছে কারণ আপনার দল পাঁক ছড়িয়েছে। দিদিকে আমি বহু বছর ধরে চিনি। দিদি এখন সেই দিদি নেই যে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এখন দিদির রিমোর্ট কন্ট্রোল অন্য কারও হাতে রয়েছে।বিজেপির লোকদের বহিরাগত বলছে। কংগ্রেস যাঁরা তৈরি করেছিল তাঁরা বহিরাগত ছিল না।


বামেরা এতদিন শাসন করেছেন তাঁরাও মার্ক্স, লেনিনের চিন্তাধারায় বিশ্বাসী।


তৃণমূলও কংগ্রেস থেকেই তৈরি হয়েছে, এরাও বহিরাগত। কিন্তু  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি দল বিজেপি তৈরি হয়েছে বাংলার থেকে। পদ্মে বাংলার মাটির সুবাস রয়েছে। তাই বলা হয়েছিল, লোকসভায় টিএমসি হাফ, এবার পুরো সাফ। লোকসভা ভোটে মন্ত্র ছিল চুপচাপ পদ্মে ছাপ। এবার জোরছে ছাপ, টিএমসি সাফ।