কলকাতা: আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। ব্রিগেড মঞ্চ থেকে বললেন মিঠুন চক্রবর্তী। এদিন বিজেপিতে যোগ দিয়ে মিঠুন বলেন, আজকের দিনটা স্বপ্নের মতো। কানাগলিতে জন্মে মোদির সঙ্গে এক মঞ্চে। এটা স্বপ্ন ছাড়া আর কি?
তাঁর কাথায়, আমি গর্বিত, আমি বাঙালি। ভুলবেন না বিদ্যাসাগর, দেশবন্ধু চিত্তরঞ্জনকে।বিজেপিতে যোগ দিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে নতুন স্লোগান দিলেন বর্ষীয়ান অভিনেতা। মিঠুন চক্রবর্তী বলেন, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। আমি যা করি, আমি তাই বলি। এদিন মিঠুন চক্রবর্তী বলেন, আজ আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুনদা রয়েছেন। মিঠুন চক্রবর্তীর লড়াই সবার কাছে দৃষ্টান্ত। ব্রিগেডের সভায় মন্তব্য নরেন্দ্র মোদির।
BJP Brigade Rally LIVE: ব্রিগেড মঞ্চে নরেন্দ্র মোদি
গতকাল, শনিবার রাতেই কলকাতায় এসেই বেলগাছিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুধু বললেন, বক্তব্য রাখব, কিছু তো হবেই। এদিন বৈঠকের পর ট্যুইটারে ছবি পোস্ট করেন কৈলাস বিজয়বর্গীয়।
তিনি লিখেছিলেন, গভীর রাতে দীর্ঘক্ষণ সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক হয়। দুঃস্থদের প্রতি তাঁর ভালবাসা এবং দেশপ্রেমের কথা শুনে মন খারাপ হয়ে গেলো।