সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের দুদিন আগেও থামছে না অশান্তি, হিংসা। উত্তর ২৪ পরগনার বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ। রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পরে হামলা চালানোর অভিযোগ। মাথায় ধারাল অস্ত্রের কোপ, অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আশঙ্কাজনক অবস্থায় প্রার্থীকে বারাসাত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।


কী জানা গেল?
এখনও পর্যন্ত যা খবর তাতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাসকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গত কাল রাতে বাড়িতে ঢুকে মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরে ধারাল অস্ত্র নিয়ে কোপানোও হয় তাঁকে। এতেই শেষ নয়। জখম শ্যামলকে বিবস্ত্র করেছিল দুষ্কৃতীরা, অভিযোগ এমনই। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে । আপাতত তিনি হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।  


জলপাইগুড়িতে হামলা...
এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে চূড়ান্ত অশান্তি, হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। কিন্তু তার পরও যে অশান্তি থেমেছে তা নয়। উত্তর ২৪ পরগনার মতো জলপাইগুড়িতেও বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি ও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। এখানে অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। প্রাথমিক ভাবে খবর, গত কাল রাত ১২টা নাগাদ শহর মণ্ডল সভাপতি স্বপন দত্তকে নিয়ে প্রচার সেরে ফিরছিলেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। অভিযোগ, জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হেলমেট পরা দুই বাইক আরোহী। সেই সময়, ঠিক চালকের পাশের আসনেই বসেছিলেন বিজেপি জেলা সভাপতি। গাড়ির সামনের কাচ ও সামনে বাঁ দিকের দরজার কাচে গুলি লাগে। পাথর ছুড়ে গাড়ির পিছনের কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে হলেও তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


তপ্ত কোচবিহার...
অন্য দিকে, আবার কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ শোনা গেল। এখানে অভিযোগের তির কংগ্রেসের দিকে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবি। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। ৪টি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। সব অভিযোগই অস্বীকার করেছে কংগ্রেস। এতেই শেষ নয়। ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসার অভিযোগে তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। সেখানকার কুন্দখালি গোদাবর এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তৃণমূল কর্মীর ছেলেও। এখানে অভিযুক্ত সিপিএম ও বিজেপি। বাম-বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি। মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা এখনও চলছে। গত কাল বেলডাঙার ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। মারা যায় ১ দুষ্কতী। সব মিলিয়ে ভোটের দু'দিন আগেও হিংসা ও অশান্তির ছবিটা বদলাচ্ছে না।


আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন