Lok Sabha Polls 2024: বিজেপির চতুর্থ দফাতেও নেই বাংলা, বৈঠকে বঙ্গের প্রার্থী তালিকা নিয়ে কী আলোচনা ?

BJP Holds CEC Meeting: বিজেপির চতুর্থ দফায় প্রার্থী ঘোষণার পরেও ব্রাত্য বাংলা, বাংলার তালিকা নিয়ে কী আলোচনা ?..

Continues below advertisement

নয়াদিল্লি: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) নির্ঘন্ট প্রকাশের পর ইতিমধ্যেই অনেকগুলি দিন পার। যদিও বাংলার সব আসনে এখনও পার্থী দিতে পারেনি বিজেপি। সেই ফাঁকা স্থান পূরণেই শনিবার রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্বের নিয়ে দিল্লিতে বৈঠকের কথা ছিল। সেই মতোই আজ CEC (Central Election Committee) বৈঠকে বসে গেরুয়া শিবির। CEC বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ আরও কমিটির অন্যান্য সদস্যরা। 

Continues below advertisement

বিজেপির চতুর্থ দফাতেও নেই বাংলা

এদিকে প্রথম দফায় গোটা দেশজুড়ে ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। যার মধ্যে ছিল পশ্চিমবঙ্গের ২০ জন প্রার্থীর নাম। তারপর দ্বিতীয় ও তৃতীয় তালিকাতেও বাংলার কোনও প্রার্থী নাম ছিল না। এদিকে ইতিমধ্যেই প্রকাশ্যে আসে বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকা। নেই বাংলার কোনও প্রার্থীর নাম। মূলত  লোকসভা নির্বাচনে বিজেপির চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণার পরেও দেখা গেল ব্রাত্য বাংলা। তামিলনাড়ুর ১৪ এবং কেন্দ্র শাসিত অঞ্চল পণ্ডিচেরির একটি লোকসভা আসনের প্রার্থীর নাম স্থান পেয়েছে ওই তালিকায়। 

গত লোকসভা ভোটে জয়ী আসনে প্রার্থী কারা ?

মূলত ২০১৯ সালে জয়ী আসনগুলি নিয়েই জল্পনা তুঙ্গে। ওই আসনগুলিতে কারা প্রার্থী হবেন ? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আকাশে বাতাসে। উত্তরবঙ্গে গত লোকসভা আসনে একটি ছাড়া সবকটি আসনেই জয় এনেছিল বিজেপি। কিন্তু এবার জয়ী তিন আসনের প্রার্থীদের নিয়েই আবেগ উদ্বেগ। ওদিকে আসানসোল নিয়েও জলঘোলা হয়েছে।

আরও পড়ুন, 'কাউকে না পেলেও ২৪ ঘণ্টা সায়নীকে পাশে পাবে', বার্তা যাদবপুরের তৃণমূল প্রার্থীর

আসানসোল ঘিরে এখনও জটিলতা ? কী বলছে গেরুয়া শিবির ?

মূলত প্রথম দফায় বিজেপির প্রার্থীতালিকায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছিল। হিসেব অনুযায়ী সেইমতো এখনও ২২টি আসনে নাম ঘোষণা বাকি। এদিকে সেখানেও ট্যুইস্ট।প্রথম দফায় ওই কেন্দ্রে ভোজপুরী গায়ক পবন সিংহের নাম ঘোষণা হলেও, বিতর্ক উঠতেই পরে তিনি নিজেই ইউটার্ন নেন। যদিও দল এনিয়ে নতুন করে কিছু জানায়নি। স্বাভাবিকভাবেই আসানসোল নিয়ে জিইয়ে রয়েছে জটিলতা।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola