কলকাতা: আজ ভোটের বাংলায় হাইভোল্টেজ রবিবার। বিজেপির ব্রিগেডে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়।
ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে ব্রিগেড সমাবেশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন আজ ব্রিগেড থেকেই সোনার বাংলা গড়ার ডাক দেওয়া হবে। তবে তাঁর কথায়, ব্রিগেড গুরুত্বপূর্ণ। তবে এটাই সবকিছুর মাপকাঠি নয়। তিনি মনে করিয়ে দেন, ২০১১, ২০১৬-য় ব্রিগেড ভরিয়েও বামেরা হেরেছিল।
আর কিছুক্ষণের অপেক্ষা। দুপুর ২টো নাগাদ নরেন্দ্র মোদি পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজ তাঁর পাশে থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল শনিবার রাতে কলকাতায় এসেই বেলগাছিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুধু বললেন, বক্তব্য রাখব, কিছু তো হবেই। এদিন বৈঠকের পর ট্যুইটারে ছবি পোস্ট করেন কৈলাস বিজয়বর্গীয়।
সকালে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। সাগর থেকে লঞ্চে চড়ে আসছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সকাল থেকে ট্রেনে চড়ে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, নদিয়ার বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় নামছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সকালে শান্তিপুর লোকালে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের মধ্যে কেউ সেজেছেন হনুমান, কেউ আবার গোপাল ভাঁড়। অন্যদিকে এবার ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকদের মুখে খেলা হবে স্লোগান। এই স্লোগান দিতে দিতেই কাটোয়া স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। জয় শ্রী রাম ধ্বনি দিয়ে খড়গপুর স্টেশন থেকে ট্রেনে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন খড়গপুর শহরের বিজেপি কর্মী-সমর্থকরা।