BJP Brigade Rally: বক্তব্য রাখব, কিছু তো হবেই, কৈলাসের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য মিঠুনের

আজ মোদির ব্রিগেডে থাকবেন মিঠুন চক্রবর্তী। গতকাল, শনিবার রাতেই কলকাতায় এসেই বেলগাছিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুধু বললেন, বক্তব্য রাখব, কিছু তো হবেই। এদিন বৈঠকের পর ট্যুইটারে ছবি পোস্ট করেন কৈলাস বিজয়বর্গীয়।

Continues below advertisement

কলকাতা: আজ নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে বড় চমক। সমাবেশে থাকবেন মিঠুন চক্রবর্তী। তাহলে কি এরাজ্যের বিধানসভা ভোটেও মিঠুনকে প্রার্থী করতে পারে বিজেপি? সেই জল্পনা উস্কে দিয়েই শনিবার রাতে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেতা। শুধু তাই নয়, বক্তব্য রাখব, কিছু তো হবেই বলে মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী।

Continues below advertisement

আজ মোদির ব্রিগেডে থাকবেন মিঠুন চক্রবর্তী। গতকাল, শনিবার রাতেই কলকাতায় এসেই বেলগাছিয়ায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শুধু বললেন, বক্তব্য রাখব, কিছু তো হবেই। এদিন বৈঠকের পর ট্যুইটারে ছবি পোস্ট করেন কৈলাস বিজয়বর্গীয়।

তিনি লিখেছন, গভীর রাতে দীর্ঘক্ষণ সিনেমা জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠক হয়। দুঃস্থদের প্রতি তাঁর ভালবাসা এবং দেশপ্রেমের কথা শুনে মন খারাপ হয়ে গেলো।

আরও পড়ুন: BJP Brigade Rally LIVE: আজ মোদির ব্রিগেড, থাকছেন মিঠুন, ব্রিগেড-মুখী বিজেপি কর্মী-সমর্থকরা

লক্ষ্য নীলবাড়ির দখল। প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সমাবেশেই ১০ লক্ষ মানুষের জমায়েত করার টার্গেট নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, অনেক বড় ঐতিহাসিক ব্রিগেড হবে। বহু মানুষ আসবেন। মহিলারাও আসছেন। উত্তরবঙ্গ থেকে অনেকে এসেছেন।

প্রথম দুদফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে কাল ব্রিগেড থেকে বাংলা দখলের যুদ্ধে ঝাঁপাতে চলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দশ লাখ মানুষের জমায়েত করে রাজ্যে তাদের ক্ষমতা দেখাতে তৎপর গেরুয়া শিবির। মোদির সভায় মিঠুন চক্রবর্তীর উপস্থিতি নিয়েও জোর চর্চা চলছে এখন।

Continues below advertisement
Sponsored Links by Taboola