কলকাতা: লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক তরজা চরমে। পরস্পরকে লাগাতার বিঁধে চলেছেন শাসক এবং বিরোধী দলের নেতারা। ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে সেখানে বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee) আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই নিয়ে মুখ খুললেন হিরণ। জানালেন, বিজেপি-কে জানিয়েই অভিষেকের দফতরে গিয়েছিলেন তিনি। (Lok Sabha Elections 2024)
অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাইলে এবিপি আনন্দে মুখ খোলেন হিরণ। তিনি বলেন, "আমি দলকে জানিয়েই গিয়েছিলাম। উনি বলছেন, উনি নাকি দরজা বন্ধ করে দিয়েছেন! কিন্তু উনিই বার বার ফোন করে ডেকেছিলেন। গিয়েছি, মিটিং করেছি, কথা বলেছি, শুনেছি। কিন্তু কেন গিয়েছি? বার বার আমাকে ফোন করে ডেকেছেন উনি। আমি যাইনি, আমাকে ডাকা হচ্ছিল। যেদিন সিসিটিভি ফুটেজ দেবেন উনি, আমিও সমস্ত প্রমাণ দেব যে কতবার উনি ডেকেছেন, কতবার ফোন করেছেন, কী কী বলেছেন। সমস্ত রেকর্ড আমার কাছেও আছে। আমাদের দলের কিছু স্ট্র্যাটেজি রয়েছে। আমরা প্রচারের জন্য ভুলভাল কথা বলি না।"
হিরণ আরও জানান, বার বার অভিষেক তাঁকে আসতে বলছিলেন। সেই সম্মান রেখেই তিনি ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন। হিরণ জানান, অভিষেক যে তাঁকে ডাকছেন, সেকথা শুভেন্দু অধিকারীকেও জানিয়েছিলেন। অভিষেক কী বলছেন, তা শুনে আসতে তাঁকে অনুমতি দিয়েছিলেন শুভেন্দুও। কিন্তু কী নিয়ে কথা হয় অভিষেকের সঙ্গে, তা খোলসা করেননি হিরণ। বরং জানান, অভিষেক সিসিটিভি ফুটেজ সামনে আনলে, তিনিও প্রমাণ সামনে আনবেন, তখনই সব খোলসা হবে।
যদিও হিরণ নিজের স্বার্থেই ক্যামাক স্ট্রিটে অফিষেকের দফতরে এসেছিলেন বলে জানিয়েছেন তৃণমূলের শান্তনু সেন। তিনি বলেন, "ঘাটালের বিজেপি প্রার্থী খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান হতে চেয়েছিলেন। তাঁর সেই শর্ত মেনে নেয়নি তৃণমূল। কারণ শর্তসাপেক্ষে তৃণমূল কাউকে নেওয়ার পক্ষপাতী ছিল না। তৃণমূল একটি সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলকে কাউকে ভাঙিয়ে আনতে হয় না।"
অভিষেকের দফতরে হিরণের যাওয়ার খবর বেশ কয়েক মাস আগে সামনে আসে। একটি ছবিও ভাইরাল হয়। সেই সময় হিরণ দাবি করেন, ওই ছবিটি বিকৃত। কিন্তু সম্প্রতি ঘাটালে দেবের হয়ে প্রচারে গিয়ে হিরণের প্রসঙ্গ তোলেন অভিষেক। জানান, তৃণমূলে ফিরতে চেয়ে ছ'-আট মাস আগে হিরণ তাঁর কাছে এসেছিলেন। কিন্তু তাঁরা দরজা বন্ধ করে দিয়েছেন। সিসিটিভি ফুটেজও আছে তাঁর কাছে।