দার্জিলিং : ভোটের মুখে পাহাড়ে বিজেপিতে 'বিদ্রোহ' আরও জোরালো। শেষমেশ নির্দল হয়েই মনোনয়ন জমা দিলেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিঙে জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। বিষ্ণুপ্রসাদকে অবশ্য শুভেচ্ছা জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি প্রার্থী।


লোকসভা ভোটে দার্জিলিঙে বিদায়ী সাংসদ রাজু বিস্তকে ফের প্রার্থী করেছে বিজেপি। আর রবিবার রাতে প্রার্থী ঘোষণার পরই, বেঁকে বসেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দলের হয়ে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। 


দার্জিলিং লোকসভা কেন্দ্র গত ১৫ বছর বিজেপির দখলে। ২০০৯ সালে দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন আদতে রাজস্থানের বাসিন্দা যশবন্ত সিং। তারপর ২০১৪ সালে পাহাড় থেকে সুরেন্দ্র সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী করে বিজেপি। ২০১৯ সালে রাজু বিস্ত। এই পরিস্থিতিতে কার্শিয়ঙের বিজেপি বিধাকের প্রশ্ন, কেন বিজেপি কোনওদিন দার্জিলিংয়ের কোনও ভূমিপুত্রকে প্রার্থী করে না?


তিনি বলেছিলেন, "আলাদা রাজ্যের ডিমান্ডেই আমি রাজনীতিতে এসেছি। আর বিজেপিতে আমি আসলাম এইজন্য যে, বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব। পরপর এই আশায় আমরা ১৫ বছর ধরে ৩ টে এমপি এখান থেকে জিতিয়ে পাঠালাম। কিন্তু যত সাংসদ বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনার কাজ করছেন।"


এদিনও সেই সুরেই বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, 'মূল দাবি, আলাদ রাজ্যের। যে কোনো আকারে বাংলার থেকে আলাদা। এখান দেখার, আলাদা রাজ্যের পক্ষে ওরা সমর্থন করে কি না। নাকি দিল্লির ঢাকনি দেওয়া বা কলকাতার না দেওয়া লোকেদের সমর্থন করে। সেটা ভবিষ্যৎ বলবে। আমি আমার রাজনৈতিক ধর্ম পালন করেছি।' 


বিষ্ণুপ্রসাদ শর্মার নির্দল হয়ে মনোনয়ন জমা প্রসঙ্গে অবশ্য রাজু বিস্ত বলছেন, 'ভোটে লড়ার হলে লড়ুক। আমার কাছে অনুমতির কোনো প্রয়োজন আছে নাকি ?'


কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল নেতা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, 'বিজেপির মুষল পর্ব চলছে।'


শেষবার ২০০৪ সালে দার্জিলিংয়ের ভূমিপুত্র হিসাবে দাওয়া নরবুলা কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন। এই পরিস্থিতিতে বিজেপির রাজু বিস্তের বিরুদ্ধে প্রাক্তন আমলা গোপাল লামাকে প্রার্থী করেছে তৃণমূল! সুকৌশলে তারা ভূমিপু্ত্র আবেগকেই উস্কে দিতে চাইছে। দার্জিলিং আসনটি বামেরা কংগ্রেসকে ছাড়তে পারে বলে সূত্রের খবর।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে