কলকাতা : কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে তাদের হেনস্থা করার অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। শুধু তা-ই নয়, ভোটের সময়ও কেন্দ্রের শাসক দল সে কাজই করছে বলে অভিযোগ উঠেছে। তা সে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি (Arrest of Delhi CM Arvind Kejriwal) হোক, কিংবা কংগ্রেসের অ্যাকাউন্ট (Congress Account) ফ্রিজ করা...বারবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় একাধিক এজেন্সিকে টেনে কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন মথুরাপুর কেন্দ্রের কুলপির জনসভা থেকে তিনি কটাক্ষ করেন, "ডায়মন্ড হারবারে (Diamond Harbour) তো প্রার্থী পাচ্ছেন না। ইডির ডিরেক্টর দাঁড়াক। সিবিআই ডিরেক্টর দাঁড়াক।"


অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে আরও বলতে থাকেন, "মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না ল়ড়ে, ইডি-সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছেন না। ইডির ডিরেক্টর দাঁড়াক। সিবিআই ডিরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছি। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই। সামনা সামনি লড়াই করুক। চারটি আসন খালি রয়েছে। আমি বলব, একটা আয়কর দফতরের ডিরেক্টর, একটা সিবিআইয়ের ডিরেক্টর, একটা এনআইএ ডিরেক্টর, আর একটা ইডির ডিরেক্টর, এই চারজনকে দাঁড় করাক।"


প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দ্বিতীয় দিনেই বাংলার ৪২টি লোকসভার মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং সুভাষ সরকার, এই ৩ কেন্দ্রীয় মন্ত্রী-সহ গতবার জেতা ৯ সাংসদ টিকিট পান। এছাড়া মনোজ টিগ্গা-সহ ৪ বিধায়ককেও লোকসভার লড়াইয়ে নামায় পদ্মশিবির। এই তালিকার মধ্যে থেকে বিতর্কের জেরে পবন সিংহ সরে দাঁড়ান। প্রথম দফায় ১৯, দ্বিতীয় দফায় ১৯ জনের নামে সিলমোহর পড়ে গেরুয়া শিবিরের তরফে। অর্থাৎ, বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরপর আর চারটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রইল বিজেপির। ঝাড়গ্রাম, আসানসোল, ডায়মন্ড হারবার ও বীরভূমে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই চার কেন্দ্রে কাদের প্রার্থী করা হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এই আবহেই অভিষেকের চ্যালেঞ্জ।


আরও পড়ুন ; '২১ টাকা দিয়ে আপনার ৫ বছরের ভোট চাইছেন', প্রধানমন্ত্রীর আশ্বাস-প্রসঙ্গে খোঁচা অভিষেকের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে