কলকাতা: নারী দিবস উপলক্ষ্যে কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Rally)। সেই মিছিলেই চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখা গেল রানাঘাট (Ranaghat BJP MLA) দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। তাহলে কি এবার বিজেপির ঘর ভাঙাল তৃণমূল? বাড়ছে জল্পনা। কারণ এদিন মিছিলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিতে দেখা গিয়েছে তাঁকে। উত্তর কলকাতার কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত।


বুধবার বর্ষীয়ান তৃণমূল নেতা তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সূত্রের খবর, তাঁকে বিজেপি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। তারই ঠিক পরেরদিন বৃহস্পতিবার তৃণমূলের মিছিলে হাঁটতে দেখা গেল  রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ককে (Mukut Mani Adhikari in TMC Rally)। তাঁকে রানাঘাট কেন্দ্র থেকে লোকসভায় তৃণমূল টিকিট দিচ্ছে কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। যেদিন এই ছবি দেখা গেল সেদিনই কয়েকঘণ্টা আগে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে কী দলবদলের খেলায় বিজেপি সমান তালে টেক্কা দিচ্ছে তৃণমূল? জল্পনা রাজনৈতিক মহলে। 


এদিন উত্তর কলকাতা থেকে মিছিল শুরু হয়। বুধবারই যে তাপস রায় (Tapas Roy in BJP) বিজেপি যোগ দিয়েছেন তিনি মূলত উত্তর কলকাতার অত্যন্ত পুরনো নেতা ছিলেন। ফলে সেখান থেকেই মিছিল শুরু করে তাঁকেই বার্তা দেওয়া হল কিনা উঠছে সেই প্রশ্নও। এদিন মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই দেখা গিয়েছে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে, যাঁকে এবারেও তৃণমূল ওই কেন্দ্র থেকে লোকসভার টিকিট দিতে পারে বলে সূত্রের খবর। 


এদিন তৃণমূলের মিছিলে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে দেখতে পাওয়া যথেষ্ট চমকের। কারণ কয়েকদিন আগেই কৃষ্ণনগরে সভা করেছেন নরেন্দ্র মোদি। সেই সভার ছবি দিয়ে ২ মার্চ নরেন্দ্র মোদির এবং বিজেপির ভূয়সী প্রশংসা করে নিজের  X হ্যান্ডেলে পোস্ট করেছিলেন মুকুটমণি অধিকারী। সেখানে তিনি লিখেছিলেন ' প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির বিজয় সংকল্প সভাতে মানুষের উপচে পড়া ভিড় জানান দেয় নদীয়া তথা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির সাথেই আছে।' তারপরে সেদিনই সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করে পোস্ট করেছিলেন তিনি। শেখ শাহজাহানকে় নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্ট করেছিলেন তিনি। তাহলে এই কদিনে কী এমন ঘটল যে একেবারে শিবির বদল? চড়ছে জল্পনা। 


রানাঘাট নদিয়া জেলায়। এই জেলার একাধিক বিধানসভা ও লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটের গুরুত্ব অপরিসীম। গত লোকসভা ভোটে সেখানে দুরন্ত ফল করেছিল বিজেপি। যদিও ২০২১ সালের বিধানসভা ভোটে অনেকটা জমি ফেরত নিয়েছিল তৃণমূল। তারপরেও মতুয়া ভোটের দখল নিয়ে একাধিকবার তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব সামনে এসেছে। সিএএ ও এনআরসি ইস্যুও নিয়ে টানাপড়েন চলেছে। মুকুটমণি অধিকারী মতুয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ। ফলে তাঁকে দলে টেনে মতুয়া ভোটে কী দখল বাড়াবে তৃণমূল?


এদিন আরও একটি চমক দিয়েছে তৃণমূল। নারী দিবস উপলক্ষ্যে হওয়া মিছিলে অংশ নিয়েছেন সন্দেশখালির মহিলাদের অনেকে। যে সন্দেশখালির ঘটনা নিয়ে লাগাতার তৃণমূলকে নিশানা করছে বিজেপি এবং অন্য বিরোধীরা। মমতার আমলে রাজ্যে নারী সুরক্ষা তলানিতে বলে আক্রমণ শানাচ্ছেন তাঁরা। সেই সময়েই এই মিছিলে সন্দেশখালির মহিলাদের উপস্থিতি পাল্টা তৃণমূলের জবাব এবং রাজ্যের মহিলা ভোটারদের প্রতি বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।   


আরও পড়ুন: বিজেপিতে 'অভিষেক' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, হাতে নিলেন পতাকা