কলকাতা: এবার বিজেপি সাংসদের (BJP MP Jagannath Sarkar) মুখে 'দমদম দাওয়াই'। 'গণনাকেন্দ্রে দুষ্কৃতী ঢুকলে ডান্ডায় ঝান্ডা লাগিয়ে যাবেন। শাড়ির আঁচলে লঙ্কার গুঁড়ো নিয়ে যাবেন। পুলিশ, বিডিও যদি দুষ্কৃতীদের ঢুকতে সাহায্য় করে, কাউকে ছাড়বেন না। শিক্ষা দেওয়ার জন্য যা করার করবেন', হুমকির সুর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গলায়।


হুমকি-হুঁশিয়ারি চলছেই...
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রাক্কালে হুমকি, পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক-বিরোধী দুই শিবিরের বিরুদ্ধেই। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন বিজেপি সাংসদ। প্রকাশ্য সভা থেকে জগন্নাথ সরকারকে বলতে শোনা যায়, 'গণনাকেন্দ্রের মধ্যে দুষ্কৃতীরা ঢুকলে ডান্ডায় ঝান্ডা লাগিয়ে নিয়ে গিয়ে দমদম দাওয়াই দেবেন।' মহিলাদের উপর অত্যাচার রুখতে 'শাড়ির আঁচলে, প্যাকেটে' লঙ্কার গুঁড়ো নিয়ে যাওয়ার বার্তাও দিতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়। প্রয়োজন পড়লে বিডিওদেরও ছেড়ে কথা নয়, স্পষ্ট হুমকি জগন্নাথ সরকারের। রানাঘাটের বিজেপি সাংসদের মন্তব্য অবশ্য় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের শাসক-বিরোধী দু-তরফেই এই ধরনের 'হুঁশিয়ারি'-র অভিযোগ অতীতেও শোনা গিয়েছে। 


বার বার এক ঘটনা...
গত মে মাসে যেমন, প্রকাশ্য মঞ্চ থেকে ওন্দার বিধায়ক ও দিলীপ ঘোষের উদ্দেশে তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্তকে বলতে শোনা গিয়েছিল, 'বিধায়ক সাহেব অনেক নিদান দিচ্ছেন। ২০১৮ সাল মনে আছে তো? এবারের ওষুধ একটু অন্যরকম হবে।' একই সঙ্গে ওই মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে সুব্রত দত্তের নিদান, 'বাঁকুড়ায় একটি বাঁশ পাওয়া যায়। দেউল বাঁশ। ঘন গিটের বাঁশ... উপরটা লাল থাকবে। ভিতরটা ঘা করে দেবে।' এই ঘটনার দিনদুয়েক আগে, আবার বাঁশপেটা করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তখন বলেছিলেন, 'ভোট লুঠের চেষ্টা করলে ভাল করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন'। 'গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না।' তার আগে আবার এই হুমকি-হুঁশিয়ারির অভিযোগের জন্য শিরোনামে আসেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় ২০০টি স্বনির্ভর গোষ্ঠীতে টাকা তছরুপের অভিযোগ ঘিরে যে শোরগোল পড়েছিল, তাতে মানিকবাজারে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেখানেই সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। বলেছিলেন, 'আইসি অনেক দিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোরও পরিবার আছে আমরাও দেখে নেব।' মে মাসেই আবার বিজেপিকে 'বাঁশপেটা' দাওয়াই দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। বললেন, '২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন, সেজন্য টাকা বন্ধ করেছে কেন্দ্র।' এর পরই বসিরহাটের সাংসদের বার্তা, 'বিজেপি ভোট চাইতে এলে বাঁশপেটা করবেন।' 


আরও পড়ুন:'আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই TMC জিতবে', জেলে বসেই জয়ের দাবি জেলবন্দি জীবনের