কলকাতা: মতুয়া গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মিছিল নিয়ে মামলা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। তৃণমূলের বিরুদ্ধে দলবল নিয়ে মন্দিরে ভিড় করা, ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগ। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি, উল্টে মন্দির কমিটি সহ ভক্তদের বিরুদ্ধে ৫টি এফআইআর হয়েছে, এমনটাই অভিযোগ মামলায়। বিহিত চেয়ে বিচারপতি মান্থার এজলাসে শান্তনু ঠাকুর (Santanu Thakur)। মিলল মামলা দায়েরের অনুমতি। আগামীকাল সম্ভবত হবে শুনানি।


মতুয়া ঠাকুরবাড়িতে অশান্তির ঘটনায়, CBI তদন্তের দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই সংঘাতের জল গড়াল আদালত অবধি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু ঠাকুর। আবেদনের পরে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা


১১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঠাকুরনগরে। তুমুল অশান্তি হয় মতুয়া ঠাকুরবাড়ির মন্দির চত্বরে। মূল মন্দিরের ফটক বন্ধ করে দেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ওই মন্দিরের ফটক বন্ধ থাকায় পাশের গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সেদিনের মিছিল নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।


তাঁর দাবি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কাউকে না জানিয়ে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরের সামনে মিছিল আনেন। তৃণমূলের দলবল ভিড় করে মন্দিরে। ভক্তদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন শান্তনু ঠাকুর। তাঁর দাবি, এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। উল্টে ওই দিনের ঘটনায় মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি FIR করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। 


এই ঘটনায় শান্তনু ঠাকুরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আগেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ''আমি ৩ মাস অন্তর ঠাকুরবাড়িতে আসব, দম থাকলে আটকে দেখাক। উনি যে বাড়িতে থাকেন, সেখানকার জলের ব্যবস্থা মমতা করেছেন। যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তাও মমতার করে দেওয়া। চাইলে ভিড় ভেঙে মন্দিরে ঢুকতে ৫ মিনিট লাগবে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। মতুয়া-মাটিকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি পুজো যেতে এসেছিলাম।"


আরও পড়ুন: সপরিবার বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয় অতি অবশ্যই নজরে রাখা প্রয়োজন, রইল তালিকা