করুণাময় সিংহ, মালদা: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা। বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। কাটমানি নেওয়ার অভিযোগ মানতে চাননি বিজেপি সদস্য। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
শনিবার পশ্চিমবঙ্গ সফরে এসে কাটমানি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেছিলেন, ‘তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে চাল চোর, তৃণমূল মানে ত্রিপল চোর।’ কিন্তু তার একদিন কাটতে না কাটতেই মালদায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই!
মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ঊর্মিলা ওঁরাওয়ের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার নামে ২০ হাজার টাকা কাটমানি নেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য লালু ওঁরাও। শুধু তাই নয়, কাটমানি না দিলে বাকি কিস্তির টাকা আটকে যাবে বলেও হুমকি দেন তিনি। এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। তিনি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছেন।
যে বিজেপি কাটমানি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব, তাদের বিরুদ্ধেই এবার কাটমানি নেওয়ার অভিযোগ ওঠায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস বলেছেন, ‘ক্ষমতায় না এসেই কাটমানি নেওয়া শুরু করে দিয়েছে বিজেপি। এরা সবকিছুতেই টাকা নেয়।’ পাল্টা মালদার বিজেপি জেলা সম্পাদক কিষাণ কেডিয়া বলেছেন, ‘আমাদের দলের বিরুদ্ধে অভিযোগ নেই। প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে।’
বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিও-র দফতরে অভিযোগ জানিয়েছেন উপভোক্তা। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১নং ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’
সবমিলিয়ে ভোটের আগে কাটমানি-ইস্যুতে সরগরম মালদার জেলা রাজনীতি।
অন্যদিকে, মালদায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রতুয়ায় কর্মিসভার মঞ্চ থেকেই দলীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আরেক নেতা। জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিন। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন জেলা তৃণমূল কোঅর্ডিনেটর।
মালদায় তৃণমূলের আরেক কোঅর্ডিনেটর দুলাল সরকার এদিন বলেন, ‘ইয়াসিন কী বলেছে আমার জানা নেই। তবে দলের বিরুদ্ধে কারও প্রকাশ্যে মুখ খোলা উচিত নয়। কাউকে নিয়ে কারও সমস্যা থাকলে দলেই আলোচনা করতে হবে। আমি দুই নেতার সঙ্গেই কথা বলব।’
মালদায় বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 10:01 PM (IST)
The accused BJP Panchayat member refuted the charges. | অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। তিনি তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -