হৃতিক নিজে ট্যুইট করে দীপিকার বিপরীতে অভিনয় করার কথা জানিয়েছেন। দীপিকাও ট্যুইট করে এই ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হল।’
এর আগে সিদ্ধার্থর ছবি ‘ওয়ার’-এ অভিনয় করেন হৃতিক। তাঁরা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘এটা আমার জীবনের অন্যতম উত্তেজক মুহূর্ত। প্রথমবার ভারত ও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য একসঙ্গে আমার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী হৃতিক ও দীপিকাকে নিয়ে কাজ করতে চলেছি। হৃতিকের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। ও আমাকে বিজ্ঞাপন, তারপর পরিচালক হিসেবে এবং এখন শুধু পরিচালকই না, নিজের প্রোডাকশন হাউস খুলে কাজ করতে দেখছে।’
‘ফাইটার’ ছাড়া আপাতত হৃতিকের আগামী কোনও ছবির কথা ঘোষণা করা হয়নি। তবে দীপিকার একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে। তিনি শকুন বাত্রার নাম না হওয়া একটি ছবিতে কাজ করবেন বলে জানা গিয়েছে। এছাড়া প্রভাসের বিপরীতে একটি ছবিতেও তাঁর কাজ করার কথা রয়েছে। শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে ‘পঠান’-এও কাজ করার কথা দীপিকার।
এদিকে, আজ হৃতিকের জন্মদিনে তাঁর ছোটবেলার স্মৃতিচারণা করে বাবা রাকেশ রোশন বলেছেন, ‘হৃতিকের যখন ৯ বছর বয়স ছিল, তখন ও আমার শ্বশুরমশাই জে ওমপ্রকাশের পরিচালনায় ‘ভগবান দাদা’ ছবিতে অভিনয় করে। ওর এই ছবিতে কাজ করার কথা ছিল না। কিন্তু রজনীকান্তের সঙ্গে যে শিশু অভিনেতার কাজ করার কথা ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন আমার শ্বশুরমশাই বলেন, ডুগ্গুকে নিয়ে নিই। আমি আপত্তি জানিয়ে বলি, বাবা, ডুগ্গু অভিনয় করতে পারে না। আমি সেই সময় চাইতাম হৃতিক মন দিয়ে পড়াশোনা করুক। আমার শ্বশুরমশাই জোর না করলে জানতেই পারতাম না হৃতিকের মধ্যে এরকম একজন ভাল অভিনেতা লুকিয়ে আছে।’
ছেলের প্রশংসা করে রাকেশ আরও বলেছেন, ‘আমাদের বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু ও এখনও আমাকে শ্রদ্ধা করে। ও কোনওদিন আমার সঙ্গে এমন কোনও আচরণ করে না, যাতে সীমা ছাড়িয়ে যায়। ও এখনও আগের মতোই পরিশ্রম করে। ও অন্য কোনও পরিচালকের সঙ্গে কাজ করতেই পারে। তবে আমি পরিচালক হিসেবে অন্য কোনও অভিনেতার সঙ্গে কাজ করব না।’