বাংলার ২৮টি কেন্দ্রে যে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন নাড্ডা, সেখানেও চমক রয়েছে। যাদবপুরে তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অনুপম হাজরা। প্রত্যাশিতভাবেই ব্যারাকপুরে প্রার্থী হিসেবে সদ্য তৃণমূল কংগ্রেস ছাড়া অর্জুন সিংহর নাম ঘোষণা করা হয়েছে। ঘাটালে দেবের বিরুদ্ধে প্রার্থী ভারতী ঘোষ। মেদিনীপুরে প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আসানসোলে প্রার্থী বাবুল সুপ্রিয়। বাংলার ২৮ সহ সারা দেশে ১৮৪টি কেন্দ্রে বিজেপি-র প্রার্থীতালিকা প্রকাশ, বারাণসীতেই নরেন্দ্র মোদি, গাঁধীনগরে অমিত শাহ
Web Desk, ABP Ananda | 21 Mar 2019 08:30 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। আজ এক সাংবাদিক বৈঠকে সারা দেশে ১৮৪টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিজেপি নেতা জেপি নাড্ডা। এই তালিকায় সবচেয়ে বড় চমক হল, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর নাম নেই। তাঁর কেন্দ্র গাঁধীনগরে প্রার্থী হচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারও বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ প্রার্থী হচ্ছেন লখনউ থেকে। নাগপুর থেকে বিজেপি প্রার্থী অপর এক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। অমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন স্মৃতি ইরানি।