এই ম্যাচে ভিক্টোরিয়ার এই ব্যাটসম্যান ৮২ রান করেন। তাঁর সঙ্গে সেব গচের জুটিতে যোগ হয় ১৪৪ রান। নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন উইল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে শতরান হারালেন তিনি। এভাবেও আউট হওয়া যায়! দেখুন, শেফিল্ড শিল্ডে দুর্ভাগ্যজনকভাবে উইকেট খোয়ালেন উইল পাকভস্কি
Web Desk, ABP Ananda | 21 Mar 2019 06:57 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার (সেভেন ক্রিকেট)
সিডনি: ক্রিকেটের ইতিহাসে ব্যাটসম্যানদের অদ্ভুতভাবে আউট হওয়ার ঘটনা নতুন নয়। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ভিক্টোরিয়ার উইল পাকভস্কি যেভাবে আউট হলেন, সেরকম দুর্ভাগ্যজনক ঘটনা এর আগে খুব বেশি দেখা যায়নি। পার্ট-টাইম স্পিনার ট্রেভিস হেডের বলে স্টেপআউট করেন উইল। তবে শেষপর্যন্ত রক্ষণাত্মক শটই খেলেন। বলটি ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের পায়ে লেগে উইকেটকিপারের হাতে চলে যায়। ফলে আউট হয়ে যান উইল।