নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) আরও ১১১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। কিন্তু মাকে টিকিট দিলেও ব্রাত্যই থেকে গেলেন ছেলে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী লড়াই করবেন সুলতানপুর থেকে। পিলভিট কেন্দ্রে টিকিট পেলেন না মানেকা গাঁধীর ছেলে তথা ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ বরুণ গাঁধী (Varun Gandhi)। পরিবর্তে উত্তরপ্রদেশের মন্ত্রী জিতিন প্রসাদকে প্রার্থী করা হয়েছে পিলভিটে।


প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি: নজরে লোকসভা নির্বাচন। হাতে আর এক মাসও নেই। এবার পঞ্চম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। অন্ধ্রপ্রদেশে ৬, বিহারে ১৭, গোয়ায় ১, গুজরাতে ৬, হরিয়ানা ৪, হিমাচলপ্রদেশে ২, ঝাড়খণ্ডে ৩, কর্ণাটকে ৪, কেরলে ৪, মহারাষ্ট্রে ৩, ওড়িশায় ২১, রাজস্থানে ৭, সিকিমে ১, তেলেঙ্গানায় ২, পশ্চিমবঙ্গে ১৯, উত্তরপ্রদেশে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। আর উত্তরপ্রদেশের এই প্রার্থীতালিকায় নাম নেই বিদায়ী সাংসদ বরুণ গাঁধীর। 


১৯৮৯ সাল এই পিলভিট কেন্দ্রে প্রথমবার লড়াই করেন বরুণের মা মানেকা গাঁধী। প্রায় ১ লক্ষ ৩১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। তারপর থেকে প্রতিবছর এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন গাঁধী পরিবারের সদস্য। ২০০৪ সাল পর্যন্ত পিলভিট কেন্দ্রে জিতে সাংসদ হয়েছেন মানেকা। ২০০৯ সালে ওই কেন্দ্রে বরুণ গাঁধী প্রার্থী করে বিজেপি। ওই বছর পিলভিট থেকে জিতে সাংসদ হন বরুণ। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথমবার ওই কেন্দ্রে নির্বাচনে দাঁড়িয়ে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভোটে জিতেছিলেন তিনি। ২০১৪ সালে ফের মানেকা গাঁধীকে ফিরিয়ে আনা হয় তাঁর পুরনো কেন্দ্রে। পিলভিট থেকে সেবার ৩ লক্ষ ভোটের ব্যবধানে জেতেন মানেকা। তারপরের লোকসভা নির্বাচন অর্থাৎ ২০১৯ সালের পিলভিট থেকে টিকিট পান বরুণ। ২ লক্ষ ৫৫ হাজার ভোটের ব্যবধানে জিতে পিলভিটের সাংসদ হন মানেকা পুত্র।


কিন্তু সাংসদ হওয়ার পরই কিছুটা বদলাতে শুরু করে ছবিটা। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে পার্টির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। গত বছর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বরুণ খোঁচা দেন বলে অভিযোগ ওঠে। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে আমেঠীর সঞ্জয় গাঁধী হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধেও সরব হন বরুণ। তাতে নানা মহলেই শুরু হয় জল্পনা। দিনকয়েক আগে দিল্লি সূত্রে জানা গিয়েছিল, দলের একাংশ বরুণকে প্রার্থী করতে নারাজ। দলের কোর কমিটির মিটিংয়ে সেই প্রস্তাবও উঠেছিল। আর রবিবার প্রার্থীতালিকা প্রকাশ হতেই সেই জল্পনাকেই পড়ল সিলমোহর। ১৯৮৯ সালের পর এই প্রথম গাঁধী পরিবারের কোনও সদস্য পিলভিট থেকে প্রার্থী হচ্ছেন না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: 'টুকি-টুকি করে দেখা দিয়ে বলবে এই তো আমায় দেখতে পাচ্ছেন' রচনাকে জবাব লকেটের