কলকাতা: পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীনই প্রশান্ত কিশোরের ভাইরাল হওয়া অডিও টেপ ঘিরে ছড়াল চরম উত্তেজনা ৷ ‘বাংলায় আসছে বিজেপির সরকার...।’ সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় এমনটাই বলতে শোনা গিয়েছে খোদ তৃণমূল কংগ্রেসের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শনিবার একটি অডিও টেপ টুইট করেন। সেখানে প্রশান্তের কণ্ঠে স্পষ্ট বলতে শোনা গিয়েছে, বাংলায় মমতার মতোই জনপ্রিয় মোদি। সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ ভোটদাতারাই বলেছেন, বিজেপিই সরকার গড়তে চলেছে বাংলায়। এমনকি, বেশি সংখ্যায় বাম ভোটাররাও বিজেপিকে ভোট দিচ্ছেন। যদিও ওই অডিও টেপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ ৷
অডিও টেপে পিকেকে বলতে শোনা গিয়েছে, ‘‘মোদি, হিন্দিভাষী ভোটাররা বাংলার ভোটে ফ্যাক্টর এবার। মোদির জনপ্রিয়তা রয়েছে। মতুয়াদের ৭৫ শতাংশ ভোট দেবে বিজেপি-কে। তপশিলি ভোটের বড় অংশও BJP পাবে। ১০-১৫ শতাংশ মানুষ মোদীকে ভগবান ভাবেন। তৃণমূলের বিরুদ্ধে মানুষের রাগ রয়েছে।’’ পিকেকে এও বলতে শোনা গিয়েছে, 'শুভেন্দু, প্রশান্ত কিশোর কোনও ফ্যাক্টর নয়। হিন্দিভাষী, দলিতরা বিজেপির পাশে রয়েছেন। সরকার তাই বিজেপি-ই গড়ছে...'। 'ক্লাব হাউজ' চ্যাটে পিকের কথোপকথনের এই অডিও ক্লিপ এখন বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে।