কলকাতা: চারিদিকে সূর্যমূখী ফুলের ছড়াছড়ি। আর তার মাঝে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। টলিউড অভিনেত্রী। বিজেপি প্রার্থীও বটে। ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর এই ছবিতে লাইকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সেই লাইকের ভিড়ে নাম লিখিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী!


একদিকে রাজনীতি, অন্যদিকে বন্ধুত্ব। এই দুয়ের মধ্যে বন্ধুত্বকেই বাছলেন মিমি চক্রবর্তী। পর্দার বাইরে একে অপরের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মিমি-তনুশ্রীর। বিভিন্ন টিভি শো তেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু রাজনীতির মঞ্চে তাঁরা দুই পক্ষ। চলতি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন তনুশ্রী চক্রবর্তী। অন্যদিকে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। হাওড়ার শ্যামপুর আসনে প্রার্থী হয়েছেন অভিনেত্রী তনুশ্রী। নির্বাচনের জন্য প্রচারের কাজে ব্যস্ত দুই নায়িকাই। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে তাঁদের বন্ধুত্বের গল্প। তনুশ্রীর নতুন আপলোড করা ছবির লাইকের লিস্টে জ্বলজ্বল করছে মিমি চক্রবর্তীর নাম।


তৃতীয় দফাতেই ভোট শেষ হয়ে গিয়েছে তনুশ্রীর কেন্দ্রে। নারী দিবসে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের চেনা মুখ তনুশ্রী। নির্বাচনের আগেই হেস্টিংস দফতরে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন এই অভিনেত্রী। তনুশ্রী ছাড়াও ওই একইদিনে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালি গুহ, বিদায়ী বিধায়ক জটু লাহিড়ী, ফুটবলার তথা বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার। দলে যোগ দিয়ে তনুশ্রী বলেছিলেন, 'নারী দিবসে জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।'


অন্যদিকে দলীয় প্রচারে এখনও ব্যস্ত মিমি চক্রবর্তী। হামেশাই তাঁর সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূলের অপর তারকা সাসংদ নুসরত জাহানকে। সম্প্রতি প্রচারে গিয়ে পায়ে সাউন্ড সিস্টেম পড়ে যায় মিমির। আঘাতের প্রাথমিক চিকিৎসা করার পর ফের প্রচার শুরু করেন তিনি। রাজনীতি ছাড়াও অভিনয়, মিউজিক অ্যালবাম ও নিজের ব্যক্তিগত জগত নিয়েই ব্যস্ত থাকেন মিমি।