শিলিগুড়ি : উত্তরবঙ্গ বিজেপির শক্তঘাঁটি। অন্তত এমনই বলে থাকে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এর কারণও রয়েছে যথেষ্ট। কারণ, ২০১৯-এর লোকসভা ভোটে (Lok Sabha Election) মালদহ দক্ষিণ ছাড়া উত্তরবঙ্গে কার্যত সব আসনেই ফুটেছিল পদ্ম। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শিলিগুড়ির সভা থেকে তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান, "উত্তরবঙ্গের সব লোকসভা আসন, সব বুথ...সব জায়গায় পদ্ম ফোটাতে হবে।"


আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর শিলিগুড়ি। মার্চ মাসেই একের পর এক সভা করে লোকসভা ভোটের প্রচারে বেগ দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এবার সভা করলেন বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত খাস উত্তরবঙ্গে। ২০২১-এর বিধানসভা ভোটের আগেও দলীয় প্রার্থীদের সমর্থনে শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। তিন বছর পর, সেখানেই লোকসভা ভোটের প্রচারে এলেন। আর শিলিগুড়ির এই সভামঞ্চ থেকে আগাগোড়া বিঁধলেন তৃণমূল কংগ্রেসকে। সন্দেশখালি থেকে রেশন দুর্নীতি...বাদ গেল না কোনও ইস্যুই। রাজ্যের শাসক দলকে নিশানা করার পর বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গের সবক'টি আসন, আরও নির্দিষ্টভাবে বলতে সব বুথেই বিজেপিকে জেতানোর আহ্বান জানালেন মোদি।


তিনি বলেন, "আজ দেশ বলছে, গ্রামে গ্রামে আওয়াজ উঠছে, বাংলার কোণে কোণে আওয়াজ উঠছে, এবার ৪০০ পার। মনে রাখবেন, গরিব-বিরোধী, দলিত-আদিবাসী-বিরোধী তৃণমূলকে হটানোর দরজা লোকসভা ভোটের ফলে খুলবে। তাই, উত্তরবঙ্গের সব লোকসভা আসন, সব বুথে পদ্ম ফোটাতে হবে। আমাদের সঙ্কল্প বিকশিত ভারত। সেজন্য বাংলাকেও বিকশিত হতে হবে।"


একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন মোদি। বলেন, "পাহাড়ের মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল, জমি দখল করতে ব্যস্ত ছিল। উজ্জ্বলা প্রকল্প থেকে বাংলার ১৪ লক্ষ মহিলাকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। মোদি বিনামূল্যে রেশন দিচ্ছে, কাউকে যেন খালি পেটে শুতে না হয়। তৃণমূল, কংগ্রেস, বামেদের জোট ফ্রি রেশনের বিরোধিতা করছে। রেশন দুর্নীতি জেলবন্দি তৃণমূলের নেতা-মন্ত্রী। তৃণমূল সরকার বাংলায় আয়ুষ্মান প্রকল্প আটকে দিয়েছে। কেন্দ্রের টাকা তোলাবাজদের পকেটে পাঠায় তৃণমূল। মানুষের সমস্যা নিয়ে তৃণমূলের কোনও মাথা ব্যথা নেই। সন্দেশখালির মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছেন তৃণমূল নেতারা। বিভেদের রাজনীতি করে ইন্ডিয়া জোটের শরিকরা।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে