উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: একুশের ভোটে বিজেপির নিশানায় এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। কাল থেকে চার দিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির রথ। থাকবেন জেপি নাড্ডা, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথের মত নেতারা। কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলা কতটুকু চেনেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপির এই কর্মসূচিকে গুরুত্ব দিতে চাননি অনুব্রত নিজে।
অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, খেলা তো হবেই, ভয়ঙ্কর খেলা হবে, খেলা সবে শুরু...। এর পাল্টা বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন বলেন, খেলা হয়ে গেছে, ঘরে ঘরে পদ্ম ঢুকে গেছে... ।
এবার টার্গেট অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম। আসন্ন বিধানসভা ভোটে লাল মাটির জেলা কব্জা করতে দলের সর্বভারতীয় সভাপতি, চার কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথম সারির রাজ্য নেতাদের বীরভূমে নামাচ্ছে বিজেপি। মঙ্গল থেকে শুক্রবার, টানা চারদিন অনুব্রত মণ্ডলের গড়ে ঘুরবে বিজেপির রথ। আসবেন একের পর এক বিজেপি নেতা। মঙ্গলবার তারাপীঠ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা । এর পর দিন ময়ূরেশ্বরে রথযাত্রায় যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৃহস্পতিবার সিউড়িতে থাকবেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর শুক্রবার নানুরে রথযাত্রায় দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। প্রথম সারির বিজেপি নেতাদের পাশাপাশি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির নেতারাও থাকবেন রথে। অরবিন্দ মেনন জানান, আমাদের আলাদা করে বীরভূম টার্গেট নয়, আমরা চেষ্টা করছি ২৯৪ কেন্দ্র ছুঁয়ে রথ নিয়ে যেতে, রথ সর্বত্র ঘুরবে ।
সূত্রের খবর, বিজেপির রথযাত্রা নিয়ে সংঘাতের রাস্তায় যাবে না তৃণমূল। বিজেপিকে গুরুত্ব দিতে চাননি অনুব্রত মণ্ডল। তাঁর মতে, বিজেপি ওসব করুক, রথ করুক, ঘোড়ার গাড়ি করুক, এসব পাত্তা দিই না।
কিন্তু বিজেপির দাবি, পরিবর্তন যাত্রার মধ্যে দিয়েই এ রাজ্যে পরিবর্তন হবে। অরবিন্দ মেনন বলেছেন, বিজেপির রথযাত্রা কখনও বিফলে যায়নি, যেখানে রথযাত্রা হয়েছে সেখানে তাদের আর ফিরে তাকাতে হয়নি, ক্ষমতায় আসছি, তৃণমূলের নেতারা এখন কাটা বাল্ব, জ্বলে না।
কেন্দ্রীয় বিজেপি নেতাদের পরপর পশ্চিমবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ভোট এসে গেছে। বাংলা প্রীতি দেখাচ্ছে। যেন বাংলাই টার্গেট। আমাকে একজন বলল, নানুরে নাকি যোগী আসছে। আমার প্রশ্ন যোগী কি নানুর চেনেন?
২০১৬-র বিধানসভা ভোটে বীরভূম জেলার এগারোটি আসনের মধ্যে তৃণমূল জেতে ৯টিতে। বাম-কংগ্রেস জোটের হাতে যায় ২টি আসন। তবে উনিশের লোকসভা ভোটে তৃণমূলকে টক্কর দিয়ে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে লিড পায় বিজেপি। ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল। ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে আর নয় অন্যায় কর্মসূচিতে এসেছিলেন জেপি নাড্ডা। এর কয়েক দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি। এবার অনুব্রত মণ্ডলের জেলায় রথে সওয়ারি হবেন নাড্ডা।